নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শীতল পরশ

িনেজেক সবার িবিলেয় েদয়ার মত সুখ অন্য িকছুেত েনই।

সাইফূল ইসলাম

কমপিউটার জগতে ডুবে আছি গত তের বছর,কাজ করছি আই.টি. সেক্টরে।

সাইফূল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পাবনায় কেন মেন্টাল হসপিটাল?

২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৪

ব্লগার বন্ধুরা আমাদের মধ্যে নিশ্চই পাবনা এলাকার ব্লগার আছেন। যারা পাবনা এলাকার বন্ধু আছেন তারা কি বলতে পারেন বাংলাদেশে এত জায়গা থাকতে পাবনাতে কেন মেন্টাল হসপিটাল স্থাপিত হলো??????

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫

মানুষ বলেছেন: কোন এলাকায় হলে আপনার জন্য সুবিধা হবে?

২| ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭

সাইফূল ইসলাম বলেছেন: পাবনাতেই হওয়া উচিত ছিল।

৩| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০০

প্লাব২০১০ বলেছেন: পাবনায় হওয়া একদম উচিৎ হয়নি । আপনার বাড়ির কাছে হওয়া উচিৎ ছিল । তাহলে আপনার জন্য বেশ সুবিধা হতো । কারণ আপনিই...............

৪| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৪

ইসমাইল মাহমুদ বলেছেন: বুঝেছি পাবনায় মেন্টাল হাসপাতাল হবার কারণে আপনার যাতায়াত খরচটা বেড়ে গেছে
তাই আপনার এ ক্ষোভ। আগামীতে দেশে আর কোন মেন্টাল হাসপাতাল তৈরি হলে আপনার বাড়ির পাশে কোথায় করার জন্য আমি সকল ব্লগারের পক্ষ থেকে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি জোর দাবী জানাচ্ছি।

৫| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৭

অচিনপাখি বলেছেন: মানুষ বলেছেন: কোন এলাকায় হলে আপনার জন্য সুবিধা হবে


সবাইকে প্লাস

৬| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১০

মুক্ত মানব বলেছেন: হাসপাতালটা হওয়ার কথা ছিল অখন্ড ভারত বর্ষের পাটনা (Patna) তে। কিন্তু কোন এক বাঙ্গালী (তখনও বাংলাদেশের জন্ম হয় নাই) সচিব কায়দা করে কাগজ পত্রে পাটনার জায়গায় পাবনা (Pabna) করে দেন। তিনি হয়ত ভেবেছিলেন ভবিষ্যতে সাইফূল ইসলাম সাহেবের পাটনাতে গিয়ে চিকিৎসা করাতে কষ্ট হবে।

৭| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩

আমি সাবের বলেছেন: কোন এলাকায় হলে আপনার জন্য সুবিধা হতো ?

৮| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩

সাইফূল ইসলাম বলেছেন: মেন্টাল হসপিটালের ব্যাকগ্রাউন্ড কথন জেনে খুশী হইলাম।

৯| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৭

রাতুল রেজা বলেছেন: যে মেন্টাল হস্পিটাল বানিয়েছিল তাকে জিগান

১০| ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৬

একাকী বালক বলেছেন: মুক্ত মানব বলেছেন: হাসপাতালটা হওয়ার কথা ছিল অখন্ড ভারত বর্ষের পাটনা (Patna) তে। কিন্তু কোন এক বাঙ্গালী (তখনও বাংলাদেশের জন্ম হয় নাই) সচিব কায়দা করে কাগজ পত্রে পাটনার জায়গায় পাবনা (Pabna) করে দেন। তিনি হয়ত ভেবেছিলেন ভবিষ্যতে সাইফূল ইসলাম সাহেবের পাটনাতে গিয়ে চিকিৎসা করাতে কষ্ট হবে।

>>> এইটা কি আসলেই সত্যি নাকি? :| পাটনা থেকে পাবনা হইছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.