নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ক্লান্তিকে বলেছিলাম, এখনি চেয়োনা মখমল সুখ
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে থাক...
ঘর, দরজা, জানালা, পর্দা জুড়ে তখন বিরক্তির এক শেষ
পিতলের কলস-ভরা স্বর্ণমুদ্রা আমার কোন দিনই ছিলনা
তবু মাটি খুঁড়ে খুঁড়ে পেলাম দু'টি মেহনতি হাত ।
এখন লাঙ্গল কোথায় পাই, হালের বলদ ?
একজন ফোন করে বলল, আগাছা পরিস্কার করতে হবে
প্লিজ, এখনি চলে আসুন...
২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।