নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
আকাশ-চাঁদে আজ কোন ডাক নেই
শুধু খেঁজুর পাতায় জমছে হিম...
অথচ আমি গাছে উঠতে চাইলেই
তোমার হাড়ি-ভাঙ্গা আওয়াজ
রস জমে জমে রাত্রি অসীম
২.
ফসল কাটতে গিয়ে ১০১টা শামুক কাটা পা
তবু তুমি যদি বলো আমার মেহনতি হাত না
তবে জিরো ডিগ্রী শৈত্য প্রবাহে
তুমি উষ্ণতা দিতে পারবা না
৩.
কিছু আহলাদ শীত শেষে সতেজ থাক
বৈশাখ, জৈষ্ঠ, আষাঢ়...
অঘ্রাণ এলেই খুঁজে নে্য়া যাবে
একটা সর্ষে ফুলের মাঠ
বসন্তকে অম্লান রাখতে
©somewhere in net ltd.