নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কোথা থেকে যেন বেরিয়ে আসছে
ক্রমশ সক্রেটিসের ছায়া...
বেলা শেষে তা আরো দীর্ঘ হচ্ছে, মায়া
তরুণ কবির চোখে তখন রঙিন চশমা
সাগর-জলে ডুব দেয়, হৃদয়ে বীণা.,.
পনের শ' মাইল দূর থেকে
প্রেমিকাকে ফ্লাইং কিস মারে আর ভাবে-
আহা
বার শ' পৃষ্ঠার বই এ কেন যে স্থান পায় না !
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো সাইনবোর্ড ভাইয়া।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা জন্ম নিতে সময় লাগবে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: অাধুনিক কবিতা নিয়ে বিস্তর পড়াশোনা করা দরকার অাপনার, এখনো সম্ভবতঃ অাপনি রবীন্দ্র-নজরুল যুগেই পড়ে অাছেন । মন্তব্যের জন্য ধনবাদ ।
যদিও এই সাইটে কবিতা প্রকাশ করার ইচ্ছে অামার কম, তবু কিছু পোস্ট দিয়েছি প্রথম পেজ-এ এখনো স্পেস না দেওয়ার কারনে, তবে মনে হয় সেটা পাওয়ার সম্ভাবনা খুব কম ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: সুন্দর।