নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
শান্তি প্রিয়//
গরম কড়াই দেখলেও
যার কিছু ভাজতে ইচ্ছে করেনা
তার মাথা ভর্তি উসকো-খুসকো চুল
ঘরে এক ছটাক নারকেল তেলও নেই
সে আবার মাংসের হাটে গিয়ে
বায়না করে তাজা কবুতর কেনার
আকাশে উড়িয়ে দেবে বলে
মানুষ//
জাদু নয়, নদীর বাঁকে ভাসিয়ে দেওয়া ফুল
ভাসতে ভাসতে কিনারে এসে ভিড়লো,
স্রোতের ধর্ম কেউ বুঝতো না বলে সবাই তখন সরল
একদিন ছুঁ-মন্তরও খেয়ে নিলো নদী, মাঠ, গাছ, জঙ্গল...
তারপর ভূতগুলো জায়গা না পেয়ে ঘাড়ে এসে বসলো
এখন আর কেউ কাউকে সহ্য করতে পারেনা
২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লুম
৩| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১১
তারেক_মাহমুদ বলেছেন: ভাই সাইনবোর্ড অনেকদিন পর এলেন।
৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
তারেক_মাহমুদ বলেছেন: আপনি আমার সমসাময়িক সময়ে সামুতে আসলেও কমেন্ট করেছেন খুব কম। অর্থাৎ সামুকে সময় কম দিয়েছেন। এই পোষ্টে কমেন্ট আপনার কথা জানান আশাকরি সেফ হয়ে যাবেন Click This Link
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: শান্তি্প্রিয় বেশি ভালোলেগেছে ।