নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গাছ কাটা

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:২৮



কুড়ালের চেয়ে করাত দিয়ে গাছ কাটা দেখতে আমার বেশি ভাল লাগে । দু'জন সুঠাম দেহের মানুষ করাতের দু'দিক থেকে টানে আবার একজন করে ছেড়ে দেয় । এতে একটা ছন্দ তৈরী হয় । তবে অর্ধেক কাটার পর গাছকে নির্দিষ্ট এক দিকে শুয়ে ফেলানোর জন্য উপরের ডালে রশি বাঁধতে হয় এবং ডালপালাও কেটে ফেলতে হয় ।

বয়স্ক গাছের কাঠের ভেতরে আকর্ষনীয় ফাইবার থাকে । ব্যাপারিরা অবশ্য এসবের আভিজাত্য কম বোঝে । মূল গাছ কাটার পর কাটারওয়ালা কাণ্ডকে ছোট ছোট গুল তেরী করার আগে পড়ে থাকা গাছটাকে মাঝে মাঝে আমার কাছে লাশের মতো মনে হয় । যদিও গাছের জীবন নিয়ে আমি তেমন ভাবিনা, ওর অনুভব করার ক্ষমতা থাকলেও থাকতে পারে । ওটা জগদীশ চন্দ্র বসু বাবু ভাল জানতো ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপ্রয়োজ গাছ কাটা উচিত নয়। প্রয়োজনে গাছ কাটলে দ্রুত আরেকটি গাছ লাগানো দরকার। গাছ পরিবেশের জন্য সম্পদ। অক্সিজেনের কারখানা।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৪

সাইন বোর্ড বলেছেন: অাপনার সাথে অামি সম্পূর্ণ একমত । গাছ অামাদের বন্ধুর মতো । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮

আকিব হাসান জাভেদ বলেছেন: গাছ কেটে যাওয়া থেকে গাছ কে রক্ষা করেন । না হয় গাছ না দেখে রোধে পুড়ে সূর্যকে নিয়ে গল্প লিখতে হবে। যাই হউক আমার ও গাছ কেটা দেখতে ভালো লাগে।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: পরোক্ষভাবে কবিতায় গাছের প্রতি ভালবাসার কথায় মূলতঃ বলা হয়েছে । হয়ত একটু ভিন্নভাবে । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৮

ভুয়া মফিজ বলেছেন: যে কোনও গাছ কাটা দেখলেই আমার বুকের ভিতরে একটা কষ্টের অনুভূতি হয়! :(

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: এরকমটা হওয়ায় স্বাভাবিক, অামারও হয় । এখানে অামি একটু ভিন্নভাবে বলতে চেয়েছি । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫

মৌরি হক দোলা বলেছেন: খুব সুন্দর একটি ভালোলাগা :)

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: যে লোকটি গাছ কাটে তারও গাছ কাটার প্রতি মায়া আছে।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

সাইন বোর্ড বলেছেন: অবশ্যই । প্রকৃতিকে কে না ভালবাসে । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: গাছ না কেটে পারলে ভালো

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: বিশেষ প্রয়োজনে একটা গাছ কাটলে অামরা যেন দুটো গাছ লাগাই । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:০০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ বিকেল সাইনবোর্ড ভাই

প্রথমেই আপনাকে প্রথম পাতায় স্বাগত জানাই । আমাদের সবারই উচিত গাছ কাটা থেকে বিরত থাকা।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৫১

সাইন বোর্ড বলেছেন: অাপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ ভাই, অাপনার কল্যানেই অামার লেখা অাজ প্রথম পাতায় ঠাঁই পেলো । এডমিনকে যোগাগাযোগ করার অাইডিয়াটা না দিলে অামি সাইটেই অার অাসতাম না । শুভ রাত্রি । ভাল থাকুন নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.