নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কেউ'ই দরজা বন্ধ করিনি, তবু
একটু একটু করে এনামেল পেইন্ট উঠে গিয়ে
মরিচা পড়া শুরু, তারপর
কারুকাজ করা সদর গেটে ঘুণ পোকাদের জমায়েত
ভাবছি এবার তিন রাস্তার মোড়ে গিয়ে
কোন সবুজের ঠিকানা না পেলে
সত্যিই সর্ষেফুলে আগুন লাগিয়ে দেবো
তারপর চাঁদের কাছ থেকে কলংক ধার নিয়ে
বর্ষাকে বলব আরো যৌবনবতী হতে
কিছু আধোয়া পাপ জমা হোক না...
১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: হয়ত তাই । শুভ কামনা রইল, অনেক ধন্যবাদ ।
২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: চাঁদের কাছ থেকে কলংক ধার নেওয়ার ব্যাপার টা ভাল লেগেছে।
তবে আমি কলঙ্ক এর বদলে কিছুটা আলো যদি ধার নিতে পারতাম তাহলে খুব ভাল হত।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
সাইন বোর্ড বলেছেন: সে অালো যদি কাউকে অালোকিত না করতে পারে তবে তা নিয়ে লাভ কি ? অনেক তো নেওয়া হলো । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ১০ ই মে, ২০১৮ রাত ৮:২০
মো. আরিফুল হাসান বলেছেন: ভালো লাগলো কবিতাটি, চমৎকার তারুণ্য আছে।
১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৫
সাইন বোর্ড বলেছেন: কবিতার তারণ্যতা, দারুণ বলেছেন । অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৫৪
বিনম্র বলেছেন: রহস্যময়
১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
সাইন বোর্ড বলেছেন: অাধুনিক কবিতায় কিছুটা রহস্য থাকবেই, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভাল খাকুন ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে।