নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অাজই গিলে খাবো এক মাস

১১ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

কেউ'ই হাতে করে তুলে নিয়ে যায়নি বাজার । গোস্তের জায়গায় গোস্ত অাছে, মাছের জায়গায় মাছ । মুরগিওয়ালা বসে অাছে মুরগি নিয়ে, তরকারিওয়ালা বিক্রি করছে কাঁচা সবজি ।

এসব কিছু দেখে মনে হয় না অাগামিকাল কিংবা তারও পর কোন কিছুর ঘাটতি হবে । তাহলে অামাদের মধ্যে কেন এই তাড়াহুড়ো ? কারন একটাই, অাগামি ১৭ তারিখে শুরু হবে পবিত্র রমজান । কিন্তু তারপরও কথা থেকে যায়, তখন কি বাজার থেকে সব কিছু উধাও হয়ে যাবে ?

অাসলে অামরা বড্ড বেশি হুজুগে । অন্য সব কিছুর মতো এখানেও অামাদের মাঝে একটা শংকা কাজ করে, অার তা হলো রোজার অাগে সব ধরনের খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাবে । তাই অাজ এই শেষ ছুটির দিনে অামাদের বাজার যুদ্ধ । এতে করে অামরাই কি ব্যবসায়ীদেরকে পণ্যের দাম বাড়ানোর সুযোগ তৈরী করে দিচ্ছি না ?

অার ধর্মের কথা যদি বলি তাহলে বলতে হয়, অামরা সংযমের মাস শুরু করছি অসংযমি কাজ-কারবার দিয়ে ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ১১:০২

ভুয়া মফিজ বলেছেন: বছরের পর বছর এভাবেই সংযমের মাস আসে আর যায়। প্রকৃত সংযমী আমরা কখনও-ই হতে পারি না :(

১২ ই মে, ২০১৮ রাত ১০:৩২

সাইন বোর্ড বলেছেন: অামরা যদি প্রকৃত সংযমী নাই'ই হতে পারি, তাহলে এই অভুক্ততার কোন মানে হয় না । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভাল খাকুন ।

২| ১১ ই মে, ২০১৮ রাত ১১:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একেবারে সঠিক কথা বলেছেন। অন্য মুসলিম দেশগুলোতে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয় আর আমাদের দেশে পুরো উল্টোচিত্র। আমরা রমজানে সংযম না করে উল্টো খাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করি।

১২ ই মে, ২০১৮ রাত ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: এ এক বিচিত্র দেশ, অার অামাদের স্বভাবটাও বলতে গেলে বিচিত্র । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভাল খাকুন ।

৩| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টের শেষ কথাটাই আমাদের চরিত্র নির্দেশক। ধন্যবাদ, সংযমের মাস আসার শুরুতে বিষয়টির প্রতি আলোকপাত করার জন্য।

১২ ই মে, ২০১৮ রাত ১০:২৭

সাইন বোর্ড বলেছেন: বাজারে গিয়ে যে অবস্থা দেখলাম, তারই অালোকে লেখা । ধন্যবাদ ।

৪| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার জলরঙ কবিতাটি পড়ে ভাল লেগেছিল। অনেক আগে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

১২ ই মে, ২০১৮ রাত ১০:২৬

সাইন বোর্ড বলেছেন: অাপনার মন্তব্যটি অনেক অাগেই দেখেছিলাম, অনেক দেরিতে হলেও অাজ প্রতিউত্তর দিয়েছি । ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: হুম।

১২ ই মে, ২০১৮ রাত ১০:২৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.