নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমাকে ছেড়ে দেয়ার অর্থ মলদ্বারে সুতো কৃমির তড়পানি । হাফ ডোজ ওষুধ খাওয়ার পর যদি মনে না থাকে ? তখন বাঁশের কেল্লা বানিয়ে ডেকে অানবে তিতুমীরকে । তার চেয়ে লগি-বৈঠায় সোনার ছেলে তৈরী থাকা ভালো, সাগর পাড়ি দিতে পারে সহজে । এখন যত পারো শ্লোগান দাও, ভোট চোরের কালো হাত, ভেংগে দাও গুড়িয়ে দাও...
তবে মিছিলটা বড় হওয়ার অাগে কেউ যদি গুম হয়, তাতে ক্রস ফায়ার চলতে বাঁধা নেই...
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৭
সাইন বোর্ড বলেছেন: উদ্দেশ্য যদি থাকে গড়মিল করার,তাহলে কোন দিনই মিলবে না । ধন্যবাদ ।
২| ১৬ ই মে, ২০১৮ রাত ১:৫৮
কলাবাগান১ বলেছেন: ৭০ হাজার ভোট কারচুপি করা যায় এই জমানা্য়??? ৭০ হাজার ভিটে নিদেন পক্ষে ১০ হাজার ভিডিও প্রমান থাকা উচিত এই জমানাায়...৭০ টা কেন্দ্রে ১০০% ভোট কি খালেক সাহেব পেয়েছেন?? (গড়ে ১০০০ ভোটার প্রতি কেন্দ্রে ধরলে)
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: দুপর ১২টার অাগেই যেসব কেন্দ্রের ব্যালট পেপার শেষ হয়ে গেল, তার কি ব্যাখ্যা দিবেন ? ধন্যবাদ ।
৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ্কোনো মন্তব্য করবো না।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: মন্তব্য না করার জন্য ধন্যবাদ ।
৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ক্ষমতার লোভ ..................।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৯
সাইন বোর্ড বলেছেন: লোভেরও একটা সীমা থাকা উচিৎ, ধন্যবাদ ।
৫| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০২
গিরি গোহা বলেছেন: রাজীব নুর বলেছেন: ্কোনো মন্তব্য করবো না।
বহুত সমস
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৫১
সাইন বোর্ড বলেছেন: সত্য বলাকে অপরাধ মনে হলে সেটা না বলায় ভালো, ধন্যবাদ ।
৬| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: ঝই ভাঙলা
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৫১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য না করার জন্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৪৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: রাজনীতির হিসেব মেলানো কঠিন!!!