নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যে এঁড়েটি লন্ডনে পালিয়ে গেছে
তাকে অবশ্যই ধরে আনা হবে
কারন ইস্পাতের ছুরি বানিয়ে
তাতে শান দিচ্ছে ১২০ জন কসাই...
জবেহ করার পর ৫৬ হাজার বর্গ মাইলে
ছড়িয়ে দেওয়া হবে রক্ত
তাতে গোস্তের দাম না কমলেও
মধ্য যুগ ফিরিয়ে আনা যাবে সহজে
তারপর প্রশস্ত রাস্তাজুড়ে ১৫০ বছর
ফুরফুরা বাতাসে আহা কী যে স্বাধীনতা !
১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সাইন বোর্ড বলেছেন: বেশ কিছুদিন অাগের লেখা, তখন এরকম একটা অবস্থা তৈরী হয়েছিল, যেটা এখন কমে গেলেও কার্যক্রম থেমে নেই । পড়ার জন্য ধন্যবাদ, রোজার মাসে এ ধরনের বিষয়বস্তুর উপর লেখার ইচ্ছে নেই ।
২| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কয়েক দিন আগে পাসপোর্ট নিয়ে কথার ফুলঝুরি ঝরল তাকে নিয়ে লেখা বুঝে ফেলেছি।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: অাপনি বুদ্ধিমান, প্রথম পাতায় স্পেস পাওয়ার যৌগ্যতা রাখেন । ধন্যবাদ ।
৩| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: আগোছালো
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
সাইন বোর্ড বলেছেন: বিস্তারিত গুছিয়ে লিখলে সেটা বিবৃতি হয়, কবিতা নয়। ধন্যবাদ।
৪| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তারেক_মাহমুদ বলেছেন: এঁড়ে কি খাম্বা দিয়ে রকেট বানিয়ে লন্ডন গেছে?
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৭
সাইন বোর্ড বলেছেন: না না, মেরুদন্ডের ভাংগা হাড়ে, এখন নৌকা-ভর্তি মামলা পাঠিয়ে তাকে নিয়ে অাসার ব্যবস্থা করা হচ্ছে । ধন্যবাদ ।
৫| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: লেখায় মেসেজ আছে
১৮ ই মে, ২০১৮ রাত ১২:০৬
সাইন বোর্ড বলেছেন: অাপনার মন্তব্য ভাল লাগল, অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন এইসব???!!!