নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এমন নয় যে পাখিগুলোকে প্রকৃতির কাছ থেকে ধরে অানা হয়েছে । এদের জন্ম খাঁচাতে এবং এরা খাঁচাতে থাকতেই অভ্যস্ত । ছেড়ে দিলেও ঘরের বাইরে যায় না, অাবার খুব বেশি উড়তেও পারেনা । হতে পারে খাঁচাতে জন্মাবার কারনে এদের উড়বার সক্ষমতা কম ।
অামি পাখি-প্রেমিক বা পাখি বিশেষজ্ঞ নই, তবু অামার দশ দশরের ছেলের চাহিদার কারনে অামাকে সাভারের নামা বাজারে যেতে হয়েছিল পাখি কিনতে, তখন পাখি বিক্রেতা বলেছিল, এর নাম বাজিগর এবং এরা বিদেশি জাতের পাখি । তবে অামার কাছে মনে হয়েছে নামটা বাংলাদেশের মানুষের দেওয়া । প্রকৃত জন্মভূমিতে হয়ত এদের অন্য নামে ডাকা হয় ।
এখন অবসর পেলেই অামার অবুঝ দুই ছেলেমেয়ে ওদেরকে নিয়ে খেলায় মেতে উঠে । মাঝে মাঝে পাখিগুলো অামার শরীরেও উড়ে এসে বসে, তখন বেশ ভালই লাগে । তবে ওদের অাকাশে উড়িয়ে দিতে পারলে মনে হয় অারো বেশি ভাল লাগত ।
১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনার সতর্ক বার্তাটির জন্য, ভাল থাকুন ।
২| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
সবাই যদি পাখী কেনা বনদ্ধ করে দি্তেন, এই হৃদয়হীন ব্যবসাটা থেমে যেতো।
১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
সাইন বোর্ড বলেছেন: তার অাগে প্রকৃতি থেকে যারা পাখি ধরছে তাদেরকে ঠেকানো দরকার । ধন্যবাদ ।
৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩২
সনেট কবি বলেছেন: ওদের উড়িয়ে দিন তবে উড়াউড়ি শিখিয়ে। তবে এরা খাবার সংগ্রহ করে খেতে পারবেতো? এদের জন্মতো আবার খাঁচায়!
১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০০
সাইন বোর্ড বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রান্তর পাতা নামের ব্লগার ভাই মন্তব্যে যা বলেছেন তাতে পাখিগুলোকে ছেড়ে দেওয়ার সাহস পাচ্ছিনা ।
৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: রাত ৯ টায় শাহবাগ আজিজ মার্কেটের সামনে এতটাই ফাঁকা ছিলো। বাসাবো থেকে শাহবাগ আসছি মাত্র ৮ মিনিটে
১৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
সাইন বোর্ড বলেছেন: অল্প সময়ে এসেছেন খুব ভাল কথা, কিন্তু এটা এখানে অপ্রসঙ্গিকভাবে বলার প্রয়োজন পড়লো কেন, এটাই বুঝতে পারছি না, যা অামার লেখার সাথে মোটেই যায় না । ব্লগে অাপনাকে সবাই সৎজন হিসেবেই সবাই জানে ।
৫| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫
টারজান০০০০৭ বলেছেন: রাজীব সাহেব রং সাইডে খেলিতে ভালোবাসেন ,ইহাই উনার স্টাইল !
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫১
সাইন বোর্ড বলেছেন: ব্লগে একটু পরিচিতি পেয়েই কেউ যদি নতুন চুল গজানোর মতো অায়না দিয়ে ধরে দ্যাখে তাহলে অাবশ্য অালাদা কথা, রমজান মাসে সব মুসলমানেরই উচিৎ সংযমী হওয়া, তার অর্থ এই নয় যে অাউল্লা ফাউল্লা পুলাপাইনরে সাইজ করতে পারুম না । ধন্যবাদ অাপনাকে ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভুলেও একাজ করবেন না, কাক খেয়ে ফেলবে।
আমি পালতাম, চেঁচামেচি করে বলে বাসা থেকে বিদায় করতে হয়েছে।