নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমাকে নিরাশ করা অামার কাম্য নয়,
ঘুলঘুলির ফাক দিয়ে যতটুকু অালো অাসে
তার চেয়ে বেশি দিয়েছি;
এখন মমতার হৃদয় পানিশূন্য হলে
অামি জলবতী হতে পারব না
কলস নিয়ে বসে থাকো তিস্তাপাড়...
ইচ্ছে করলে দশ লাখ রোহিঙ্গার বিষ্ঠা দিয়ে
বানাতে পারো জৈবসার, তবে ভুলে যেওনা
১০২২ জনকে ফেরৎ পাঠাবার কুটনৈতিক সফলতা
তোমার চেয়ে মিয়ানমারকে অামার বেশি দরকার...
২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭
সাইন বোর্ড বলেছেন: ওটা পেলে অার কিছু লাগেনা । ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: হা হা হা হা .....
২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
সাইন বোর্ড বলেছেন: মজা পেয়েছেন নিশ্চয় ? অনেক ধন্যবাদ ।
৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১
জুন বলেছেন: একেই বলে চানক্য নীতি।
২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১
সাইন বোর্ড বলেছেন: অামরা এই চানক্য নীতির শিকার, ধন্যবাদ ।
৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০
ইব্রাহীম আই কে বলেছেন: ১০২২ জন? ব্যাপারটা কি, জানিনা কিছু। একটু বলবেন।
২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫
সাইন বোর্ড বলেছেন: মানে কিছু দিন অাগে এক হাজার বাইশ জন রোহিঙ্গাকে মিয়ানমার বাংলাদেশ থেকে ফেরৎ নিয়েছে, অনেক ধন্যবাদ ।
৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
বিজন রয় বলেছেন: শুধু মজা না, ঠিক জায়গা মতো আপনার ঠোকা দেওয়া দেখে.....
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮
সাইন বোর্ড বলেছেন: সত্য কথায় ঠোকা লাগলে কি অার করার, অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৮
আখেনাটেন বলেছেন: গদির কাছে কিসের তিস্তা! সামনে কঠিন পুলসিরাত! সহজে পাড়ি দিতে হবে না!
পানির তেষ্টায় দুচারটা ধরাধাম ত্যাগ করলেও জাতির তো সর্বনাশ হতে দেওয়া যায় না!!! কী বলেন?
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯
সাইন বোর্ড বলেছেন: একেবারে খাঁটি কথা বলেছেন । অসংখ্য ধন্যবাদ ।
৭| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৯
কাইকর বলেছেন: ভাল বলেছেন
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৮| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: একটা ছেলে আমেরিকা যাবে, সে সাথে করে তার কুকুরকে নিয়ে যেতে চায়। সেখানকার নীচের কমেন্টগুলো হচ্ছে কুকুরকে IELTS করান, ঝাল ফ্রাই করে বাটিতে ভরে নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি।
এই কারণেই মানুষ মানুষকে না ভালো বেসে কুকুরকে ভালোবাসে
৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৩৮
সাইন বোর্ড বলেছেন: ঐ মানুষগুলো হয়ত কুকুরের মধ্যেই তাদের স্বার্থ খুঁজে পেয়েছে, এখানে স্বার্থটাই অাসল । অামরা সবাই যেন মানুষ থাকার চেষ্টা করি...
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২১
ঢাবিয়ান বলেছেন: আর কিছুর দরকার আমার নাই। আমার দরকার শুধু ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা।