নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মনে রেখো

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫


ফুল-হাতা শার্টের অর্ধেক কেটে ফেলার পরও
তাতে হাফ-হাতা কিছু কথা থেকে যায়
যেমন
কোটার সাথে মোটা দাগের কান্না
মেরুদন্ড ও হাতুড়ি মামুন
পুরুষ কার্লাইল কে ধর্ষণের চেষ্টা
নিরাপদ জেলখানার সুন্দর পরিবেশ
এবং ভোট ও নাটকের মহড়া...

যদিও খুন ও গুমকে খেয়ে ফেলেছে ডালভাত
অার মাদক এসে কেড়ে নিয়েছে ক্রস ফায়ার

তবু ফুল-হাতা শার্টটিকে অক্ষত রেখে
তাতে সুগন্ধ ছড়ানো ভালো
যাতে গণতন্ত্রের মতো তুমিও দিগম্বর না হও
আর বয়স কম বলে তোমার বাবা, দাদা
কিংবা পূর্বপুরুষ যে রাজাকার নয়
তার কোন প্রমাণও আপাততঃ নাই ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


পেঁচা, নাকি টিয়া?

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

সাইন বোর্ড বলেছেন: পাখি সম্পর্কে অামার জ্ঞান খুব কম, কিছু একটা হবে হয়ত ।

২| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদম অন্যরকম একটা কবিতা পড়লাম।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: সেই রকম কবিতা !!!

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

সাইন বোর্ড বলেছেন: কোন রকম ?

৪| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল। ভিন্ন রকম প্রতিবাদী কবিতা।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.