নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যারা এখনো ভাগ্যকে অস্বীকার করে অাসছে তাদের জেনে রাখা উচিৎ, অাগুন-লাগা ঘরে সব সোনা পুড়ে তামা হয়ে গেলেও একজন বার বার কিভাবে রক্ষা পেয়ে যায় ! তারপর নতুন নাটকের মঞ্চ নির্মাণ করতে শুরু করে খোড়াখুড়ি, যদি সেখানে প্রাপ্ত দু'মণ স্বর্ণ বিক্রি করে কেনা যায় কয়েক কোটি চাইনিজ হাতুড়ি । কারন সোজা হয়ে হাঁটা মেরুদন্ডকে সাইজ করতে এগুলো খুব কাজ দেয় । এতে সোনা তামা হয়ে যাওয়া ঘটনাটিকেও অাড়াল করা যায় ।
অার না বুঝে যারা শুধু ডান্ডা দিয়ে কপাল ফাটাতে যায় তাদের জন্যে শাস্তি হলো, এত দিনেও কেন তারা মেরুদন্ড চিনতে পারেনি ?
সামনে নির্বাচন । ভাগ্য অবশ্যই সর্ব প্রকার হাতুড়ির সাথে থাকবে । ব্যাংক, বীমা, শেয়ার বাজার, মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাস, মুড়গি'র সাথে দেশও গোল্লায় যাক...
ভাগ্যে অবিশ্বাসীদের সহজে কিছু হয় না । তাই ভাগ্যকে বিশ্বাস করে সকল সোজা মেরদন্ডক'রও উচিৎ হাতুড়ির ছায়া তলে অাসা ।
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২০
সাইন বোর্ড বলেছেন: তাহলে হাতুড়ির জন্য একটা হাততালি হয়ে যাক..., ধন্যবাদ ।
২| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭
অগ্নিবেশ বলেছেন: আমি আপনার পোষ্টে কমেন্ট করেছি। আপনি ভাগ্যবান!
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
সাইন বোর্ড বলেছেন: নিরাপদ থাকুন, গণতন্ত্রের মতো যেন অামরা কেউ দিগম্বর হয়ে না পড়ি । ধন্যবাদ ।
৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
যবড়জং বলেছেন: ছায়া তলে , ছায়া তলে ,ছায়া তলে , ছায়া তলে, ছায়া তলে , ছায়া তলে ...... আরো কয়েকবার পড়লে উচ্চারন গত সমস্যা হতে পারে বলে না পড়াই ভালো ।
ইদানিং এই সমসাময়িক বিষয়ে লেখা পোষ্ট পড়ে খুব মজা পাই , কিন্তু মজাদার কমেন্ট করতে পারি না
মডু রা নাকি খুব সক্রিয় আজকাল ।
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
সাইন বোর্ড বলেছেন: বিস্তারিত লেখার সময় কম, তাই মূল কয়েকটি বিষয়ের প্রতীকী অায়োজন । এতে অাপনি মজা পেয়েছেন জেনে অামারও মজা লাগল । ধন্যবাদ ।
৪| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
অগ্নিবেশ বলেছেন: পরিধেয় বস্ত্রের নীচে সবাই দিগম্বর, ভয় কি?
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
সাইন বোর্ড বলেছেন: সেটা অবশ্য ঠিকই বলেছেন ।
৫| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: রাজীব নূরের মত মন্তব্য- কিছু বলবোনা।
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
সাইন বোর্ড বলেছেন: অাপনি একজন ব্লগার, অাপনার স্বকীয়তা থাকার দরকার । ধন্যবাদ ।
৬| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রতিক্রিয়া জানলাম।
অবশ্যই স্বকীয়তা আছে।
ধন্যবাদ।
৭| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। কথা কিন্তু সত্য। ভাইবা দেখিতে হইবো।
ভালো।।
৮| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ভাগ্য বলতে কিছু নাই।
বুদ্ধিমানরা ভাগ্যকে নিজের মনের মতো করে বানিয়ে নেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
মোগল সম্রাট বলেছেন: ভাগ্য হাতুরির প্রতি সুপ্রসন্ন