নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মুক্তি ও ভালোবাসা

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩


সব চেয়ে সুন্দর ছিল যে পাখিটা
তার চোখে ছিল এক খন্ড আকাশ

জানালা খোলা পাওয়াটা আসলে বড় কথা নয়

পর্যাপ্ত খাবার, পানি, আলো, বাতাস, যত্ন
কোন কিছুরই তো অভাব ছিল না
তবু বার বার আকাশটাই কেবল ডেকে বলছিল-
চিলেকোঠা থেকে কিভাবে উড়ে যেতে হবে
ঘাসফুল ও নদীর কাছে

তাতে আমার ছেলে অবশ্য খুব বেশি আক্ষেপ করেনি
কারন ওর কাছে আরো তিনটে পাখি অবশিষ্ট ছিল,
যা দিয়ে সে অনায়াসে নির্মাণ করতে পারে
হীরক-দীপ্তি ছেলেবেলা...

এখন অবশিষ্ট পাখি তিনটিকে নাকি আকাশ চিনিয়ে
কোন লাভ নেই; কারন ইতোমধ্যে তারা শিখে ফেলেছে
মনিবকে ভালোবাসার কৌশল ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

৩| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা। তবে আমি আক্ষরিক পাখিই বুঝতে চাই, রুপক অন্য কিছু বুঝতে চাই না। কারণ তখন আবার 'মনিব' শব্দ নিয়ে আমার জোরালো আপত্তি উঠবে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০

সাইন বোর্ড বলেছেন: চারটি পাখির একটি উড়ে যাবার পরও বাকী তিনটি পাখি যখন নির্দিধায় রয়ে যায় উড়ে চলে যাবার সুযোগ থাকাের পরও তখন মনিবের প্রতি তাদের টান বা ভালবাসাটাই এখানে মুখ্য হয়ে উঠে । কবিতায় অাসলে খুব বেশি রূপকের অাশ্রয় নেওয়া হয়নি । অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়া ও মন্তব্যের জন্য ।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক সুন্দর কবিতা ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


অভ্যাস!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

সাইন বোর্ড বলেছেন: অনেকটা সেরকমই । ধন্যবাদ ।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: কে আমাকে শিখিয়ে দেবে, কী করে একজন শত্রুকেও নিঃশর্তে ক্ষমা করা যায় ?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

সাইন বোর্ড বলেছেন: লেখার সাথে মন্তব্য সংগতিপূর্ণ নয়, নিজেকে অারো গভীরভাবে জিজ্ঞাসা করুণ, সেই'ই অাপনাকে ক্ষমা করার বিষয়টি শিখিয়ে দেবে । ধন্যবাদ ।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৫

রাকু হাসান বলেছেন: কবিতা আমার ভাল লাগা কুঁড়িয়েছে ,,,,,,আরও ভাল ভাল কবিতা পাচ্ছি ,নিশ্চয়

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

সাইন বোর্ড বলেছেন: অাপনার মন্তব্যও অামার ভাল লেগেছে । এখানে কবিতার পাঠক কম বলে পোস্ট দিতে ইচ্ছে করেনা, তারপরও মাঝে মাঝে পোস্ট দেবো । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

আমি তো মনে করি পাখিরা খাঁচা থেকে মুক্তি পেলেই হইছে।
কি মনিব কি ভালবাসা।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, তবে কখনো এর ব্যতিক্রমও ঘটে । ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.