নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বাবা বসে অাছে

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২


বাবা ঠাই বসে অাছে, বসেই অাছে...
এত গাড়ি, হর্ণ, মানুষ, কোলাহল - কিছু না
কেবল একটা অার্তনাদ, মেয়ে অামার
কতটা অাকুতি ছিলো তোমার বাঁচার !

অাগে চোখ তো এতটা মেঘলা হয়নি কখনো
অার বৃষ্টি, ঝরছে তো ঝরছেই...
অথচ কাল থেকে বড্ড ধুলোর শহর
রক্ত মাখা একটা জুতো ছাড়া কিছু দেখা যায় না

কেউ কি বলতে চাচ্ছে
অার কতটা নিরাপদ দূরত্বে দাঁড়ালে
রক্ষা পাবো অামি, অামার দেশ, মাতৃভূমি ?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত রক্তে ঝড়ালে জাগবে তুমি
আর কত প্রাণ ঝড়ালে তোমর ক্রোধ ধ্বংস করবে হায়েনার হাসি
আর কত প্রভু
আর কত????

:((

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সাইন বোর্ড বলেছেন: এর শেষ কোথায়, অামরা কেউ জানিনা । তবে এটা বিশ্বাস করি, যার শুরু অাছে তার শেষও অাছে । অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বাকপ্রবাস বলেছেন: মন্ত্রীর হাসিটা দেখলেই কান্নাটা থেমে যাবে এতো নিষ্ঠুর হাসি দিয়েও বেঁচে থাকা যায়, জাবালে নুরের তলায় তাকেই পেষা উচিত

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সাইন বোর্ড বলেছেন: উনি তো অনেক অাগেই মন্ত্রী পদটিকে কলংকিত করেছে । এসব ষন্ডামার্কা লোক কেবল অামাদের দেশেই মন্ত্রী হওয়ার যৌগতা রাখে । ধন্যবাদ অাপনাকে ।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আর কতো প্রাণ নিলে থামবে তাদের তাণ্ডব?

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সাইন বোর্ড বলেছেন: এদের তান্ডব এতো সহজে থামবে না । এখনো অনেক কিছু দেখার বাকী অাছে । ধন্যবাদ ।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: আমার দেশের লজ্জ্বাহীন মন্ত্রী কোনোদিন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে চায় না।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: এরকম রেকর্ড খুব কম । মন্তব্যের জন্যবাদ ।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: কয় স্বপ্ন ছিল কচি ছেলেমেয়েদুটোর, তাদের পরিবারের...

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

সুদীপ কুমার বলেছেন: বাকরুদ্ধ।অসম্ভব ভালোলাগলো।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: অাপনি একজন কবি, অাপনার ভাল লাগা মানে অামার লেখার স্বার্থকতা । অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি নিজেও এক মেয়ের পিতা। ছবিটা দেখে কলিজায় মোচড় দিয়ে উঠলো।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

সাইন বোর্ড বলেছেন: মানুষটিকে দেখে অামারও খুব কান্না অাসছিল, অামি নিজেও যে দুই ছেলেমেয়ের বাবা ! ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.