নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এসব কিসের আলামত ?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯


র্পিপড়েগুলো ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, আগে কেউ গর্তের বাইরে আসার সাহস পেতো না, এখন আসছে, একা নয়, দল বেঁধে অাসছে, ফুটপাথ থেকে রাস্তায় তারপর রাজপথে...

কেউ কি ওদের কু-মন্ত্রনা দিচ্ছে ? কানে কানে বলছে- তোরা আগে হাঁটা শুরু কর, আমরা পিছনে আছি। এই আমরা কারা ? কোন মরা খেকো শুকুনের দল ? দীর্ঘ দিন মরা না পেয়ে পেয়ে শরীর শুকিয়ে হাড্ডিসার ! এখন কি তারা আবার নতুন করে খাওয়ার ধান্দা খুঁজছে ?

না, এরা কেউ না, পিছনের এরা সবাই হলো নিহত দিয়া খানম ও আব্দুল করিম এর বাবা-মা। এরা সবাই উদ্বিগ্ন তাদের কোমলমতি সন্তানদের ভবিষ্যত নিয়ে। তাই তাদের সন্তানদের এই পথ চলতে দিতে কোন বাঁধা নেই, ওরা আরো বেশি বেশি করে শ্লোগান দিক, দাবী আদায় করে নিয়ে ঘরে অাসুক, সুন্দর ভবিষ্যত কে নিশ্চিত করুক।

ওরা তো বায়ান্ন দেখেনি, ওরা একাত্তর দেখেনি, ওরা নব্বইও দেখেনি। ওরা দেখেছে বিনা ভোটে এমপি হতে, অবৈধ্য সরকার গঠন করতে, খুন, গুম, জুলুম, নির্যাতন করতে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে, নির্বাচনের নামে তামাশা করতে, বিচারের নামে প্রহসন করতে...

তাই ওরা অন্তত: এটুকু জানে, ওদের এই অহিংস আন্দোলন দমনে মজুতদারী শক্তি হিসেবে প্রথমে ব্যবহার করা হবে পুলিশ কে, তারপর আরো বেশ কয়েকটি সংগঠন কে, যার ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তবে এটা ঠিক যে, চেতনা বিক্রি করে যারা ব্যবসা করে, কথায় কথায় জামাত-বিএনপি'র তকমা লাগিয়ে দেয় এবং সব শেষে রাজাকার বানিয়ে দেয়; আন্দোলনরত কোমলমতি এই সব ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়ত সেটা সম্ভব হবে না।

অতএব, এদেরকে নিয়ে আমরা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


বড় হোক, পড়ালেখা শিখুক, পুলিশে ও সরকারী চাকুরী নেক, তখন বুঝা যাবে 'আলোকিত বাংলাদেশ' দেখতে কেমন!

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সাইন বোর্ড বলেছেন: ওরা জেনে গেছে বর্তমান এ অবস্থার মধ্যে বড় হলে কখনোই অালোকিত বাংলাদেশ গড়া সম্ভব হবেনা ।

২| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রজন্ম রুখে দাঁড়াবেই...

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সাইন বোর্ড বলেছেন: এই প্রত্যাশা অাজ সচেতন সব মানুষের, ধন্যবাদ ।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি "আলোকিত বাংলাদেশ" গঠনে অংশ নিচ্ছেন এখন?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সাইন বোর্ড বলেছেন: অামি একা কেন, অান্দোলনরত সব ছেলেমেয়ের বাবারই নিচ্ছে । তা না হলে তো ওদেরকে রাস্তায় যেতে দিতো না । ইচ্ছে করলে অাপনি বিদেশ থেকেও এ "আলোকিত বাংলাদেশ" অান্দোলনে অংশ নিতে পারেন, তাতে শেষ বয়সে অাপনার মুক্তিযুদ্ধের গৌরব অারো উজ্জ্বল হবে । ধন্যবাদ ।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: কেউ হয়ত ভাবছে বিষ দিয়ে পিঁপড়েগুলো মেরে ফেলবে!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

সাইন বোর্ড বলেছেন: সে সম্ভাবনা যথেষ্ট অাছে এবং সেটা শুরুও হয়ে গেছে । অনেক ধন্যবাদ অাপনাকে ।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষ সচেতন হচ্ছে। দল মত নির্বিশেষে রাস্তায় নেমেছে বা নামছে। দেখে ভালো লাগছে।

ক্ষমতাশীলদের শুভবুদ্ধির উদয় হোক।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করার কৌশলটাই যেন এতদিন মানুষ ভুলে গিয়েছিল, ছাত্ররা সেটা ষ্মরণ করিয়ে দিলো, ধন্যবাদ ।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: যারা গাড়ি, ভাঙ্গে, বাসে আগুন দেয় তাদের দ্বারা দেশ কি পাবে?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: বৃহৎ কিছু পেতে গেলে ছোট খাটো অন্যায় মেনে নিতে হয়, সরকার এখন বিভিন্ন কৌশলের অাশ্রয় নেবে । ধন্যবাদ ।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

রাকু হাসান বলেছেন: আপনার লেখা টা ,অফ লাইনে পড়ছিলাম , এভাবেই প্রতিবাদ হবে বা হোক । আর বলা যায় না ,এ আন্দোলন কে জামাত শিবিরের আন্দোলন বলে দামাচাপা দেওয়ার সে সাহস আছে ,এ সরকারের । এই প্রজন্ম টা পরিবর্তন আনতে পারে । পোস্টে ভাল লাগা রেখে গেলাম ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: সচেতন সব মানুষই অাশাবাদি, অাজ হোক অার দুদিন পরে হোক, এরা জেগে উঠবেই । ধন্যবাদ ।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

প্রশ্নবোধক (?) বলেছেন: চাদগাজীকে তোফায়েলে গাড়ির ড্রাইভারের চাকরী দেন, দেখুক আন্দোলন কাকে বলে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: বাস্তব ও সত্যকে যারা মেনে নিতে পারেনা তাদের সাথে তর্কে যাওয়া বোকামি । পাশে থাকার জন্য ধন্যবাদ ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এগিয়ে যাক নতুন প্রজন্ম!

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, সেই প্রত্যাশায় এখন সচেতন সব মনুষই, ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.