নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমি বলছিনা রাষ্ট্র সরাসরি সন্ত্রাসীর ভূমিকায় নেমেছে, তবে একজন সচেতন নাগরিক যখন কোন অন্যায়ের প্রতিবাদ করতে পারবেনা, কিংবা কেউ প্রতিবাদ করার সাহস দেখালেই তাকে ভয়-ভীতি দেখানো সহ সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হবে, কোন কোন ক্ষেত্রে সরকারী বাহিনী কিংবা বেসামরিক লোক দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, তারপর উঠিয়ে নিয়ে যাওয়া মানুষটির উপরে কি ধরণের নির্যাতন করা হয়, তা যখন লোক-চক্ষুর অন্তরালে থেকে যায় কিংবা কেউ ছাড়া পাওয়ার পরও জীবনের ভয়ে আর মুখ খুলতে রাজি হয়না, এসব তার'ই প্রমাণ।
দেশে এত বড় একটা শিক্ষার্থী-আন্দোলন হয়ে গেল, প্রথম কয়েক দিন তেমন কোন সংঘাতের সংবাদ না পাওয়া গেলেও শেষে এসে কেন সংঘাত তৈরী হলো ? স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, এটা আসলে কারা করলো এবং কেন করলো ? যখন ছাত্র/ছাত্রী ছাড়া অন্য কেউ এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আগেই তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের তকমা লাগিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। অথচ এর পরই পুলিশের সহযোগিতায় ছাত্র/ছাত্রীদেরকে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হলো, এগুলো কারা করলো ? নিশ্চয় এরা অনুপ্রবেশকারী নয়, হলে পুলিশ তো এভাবে অবাধ ছাত্র পেটানোর সুযোগ দিতো না। তাহলে অন্যরা যেখানে প্রবেশ না করেই অনুপ্রবেশকারীর তকমা পাচ্ছে, সেখানে এদেরকে কেন সরকারী অনুপ্রবেশকারীর তকমা দেওয়া হবেনা ? এদেরকে কে বা কারা প্রবেশ করার অনুমতি দিলো ?
এসব নিয়ে খুব বেশী বিশ্লেষনের প্রয়োজন পড়েনা, শুধু খোলা চোখে একটু ভাবলেই সব কিছু পরিস্কার হয়ে যায়, কিন্তু তারপরও সত্য কথাটা কেউ বলতে সাহস পাবেনা; কারণ ঐ একটাই। আর এর প্রমাণ তো ইতোমধ্যে আমরা হাড়ে হাড়ে পেয়ে গেছি, প্রখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার, রিমান্ড এবং হাসপাতালে ভর্তির মধ্য দিয়ে।
এই যদি হয় অবস্থা, তাহলে স্বাধীন বাংলাদেশে আর কোন স্বাধীনতা আমাদের রইল কি ? ৩০ লাখ শহীদের কবরে আজ শুধুই হতাশা। ৫২, ৬৯, ৭১, ৯০ এগুলো এখন নিছক ইতিহাস । আর কিছুনা !
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: বড়ই দূর্ভাগ্য অামাদের, ধন্যবাদ ।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
দেশে কিছু ঘটলে সবাই "স্বাধীনতা" শব্দ দিয়ে শুরু করেন; সমস্যা হচ্ছে, যারা বাংগালার স্বাধীনতা চায়নি, তারাও স্বাধীনতার দরদী হয়ে যায়, সেটা বিভ্রান্তির সৃষ্টি করে আসছে ১৯৭৫ সাল থেকে; আসলে কারা স্বাধীনতার স্বপ্নকে ধুলিস্যাৎ করেছে।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩
সাইন বোর্ড বলেছেন: অামার জানা মতে, স্বাধীনতা এখনো কারো নামে বরাদ্দ দেওয়া হয়নি, অার চেতনা বিক্রি করে ফায়দা লোটার দিনও অাস্তে অাস্তে শেষ অাসছে...
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
শহীদুল আলমের উপর পুলিশের কিছু লোক ভয়ংকর অত্যাচার করেছে; এই পুলিশগুলো শেখ হাসিনাকে কৌশলে কবর দিতে চাচ্ছে; উনার লিলিপুটিয়ান মগজে তা প্রবেশ করেছে কিনা যকে জানে!
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
সাইন বোর্ড বলেছেন: এসব করার সাহস এক দিনে হয়নি, দীর্ঘ বছর ধরে চলছে, যাতে কেউ প্রতিবাদ না করতে পারে । ধন্যবাদ ।
৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ঢাবিয়ান বলেছেন: Australia24News - Facebook। চেপে রাখা ঝিগাতলার ঘটনা এখন বিশ্বমিডিয়ায়।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
সাইন বোর্ড বলেছেন: তবু কেউ প্রতিবাদ করলে তার উপর অাক্রমন চলবে, কারন টিকে থাকার ওটাই একমাত্র হাতিয়ার । ধন্যবাদ অাপনাকে ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
রাকু হাসান বলেছেন:
সব কিছু দিনের আলোর মত পরিষ্কার । সবার বুঝার জানার ক্ষমতা আছে কিন্তু কেউ কথা বলছে পাছে ভয় যে । আমার খারাপ লাগে আমরা ৫২’র,৭১’র চেতনা ধারণ করে বড় হয়েছি !! অন্য কোন দেশ হলে অনেক কিছু হয়ে যেত । আামাদের সহণশীলতা কাপরুষতায় রুপ নিয়েছে ।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২
সাইন বোর্ড বলেছেন: প্রথমত মৃত্যুর ভয় সকলেরই অাছে, কারণ সবাই জেনে গেছে, এরা কতটা ভয়ংকর হতে পারে । ধন্যবাদ অাপনাকে ।
৬| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আকতার আর হোসাইন বলেছেন: হুম, যুক্তিপূর্ণ লেখা। ফেসবুকে নিয়েছি লেখাটা...
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০
করুণাধারা বলেছেন: আপনারা পোস্ট ভাল লেগেছে, লাইক দিলাম। কিন্তু আর কোনো আলোচনায় গেলাম না।
আমার এক বান্ধবী গ্যেটে ইনস্টিটিউটে কাজ করে। আজ বলল তাদেরকে অফিস থেকে বলা হয়েছে, যেন আন্দোলন সংক্রান্ত কিছু তারা ফেসবুকে না লিখে, এমনকি কোন পোস্টে লাইকও না দেয়!! একটা ছেলে robotics club করত, ফেসবুকে আন্দোলন সম্পর্কে কিছু লিখেছিল। তার রুম তল্লাশি করে রোবট বানানোর সরঞ্জামাদি পেয়ে পুলিশ বলেছে এগুলো বোমা বানানোর সরঞ্জাম। ধরে নিয়ে গেছে।
এই পরিস্থিতিতে, কথা না বলাই ভালো- জান বাঁচানো ফরজ।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২
সাইন বোর্ড বলেছেন: এটা অার নতুন কি, এ অবস্থা তো দেখছি অনেক দিন ধরে । বেঁচে থাকলে হয়ত সামনে অারো দেখব । সতর্ক করার জন্য ধন্যবাদ ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারতীয় উপমহাদেশীয়দের জন্য গণতন্ত্র আসেনি। আমাদের দরকার রাজতন্ত্র অথবা স্বৈরতন্ত্র...
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
সাইন বোর্ড বলেছেন: সেটার অার বাকী অাছে কি ? অনেক ধন্যবাদ ।
৯| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
ল বলেছেন: কানার হাঠবাজার
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭
সাইন বোর্ড বলেছেন: চোখ থাকতে মানুষ কানা হয় কখন জানেন ? অামরা এখন সবাই অন্ধ, কিছু দেখিনি কিছু দেখতে পাইনা । ধন্যবাদ, ভাল থাকুন ।
১০| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭
ঢাবিয়ান বলেছেন: সচেতন বলতে আপনি কাদের বোঝাচ্ছেন বোধগম্য হল না। সাধারন মানুষ যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে।এই প্রতিবাদ সামনে আবারো তীব্র আকার ধারন করবে।সরকার আপাতত রাস্তায় নামার কোনপ্রকার সুযোগ দিচ্ছে না। তারপরেও মানুষ বসে নাই।্প্রতিবাদ জারী রেখেছে।বিশ্বমিডিয়ায় খবর পাঠাচ্ছে। সেগুলো বিশ্বব্যপী প্রচার হচ্ছে। অস্ট্রেলিয়া নিউজডট কমে গিয়ে দেখুন। আর ফেসবুকে গেলেই আপনি দেখবেন যে মানুষ ভয় ডরকে অতিক্রম করে ফেলেছে বহু আগেই।
এইবার আসেন খ্যতিমান কিছু অচেতন মানুষের প্রসঙ্গে।গোলাম মর্তুজা সহ স্বল্প কিছু খ্যতিমান ব্যক্তি সীমাবদ্ধতার মধ্যেও তাদের কলম চালিয়ে যাচ্ছে। আর বাদবাকি বুদ্ধিবেশ্যারা আপাতত চকির তলায় আছে। এর নাম কাপুরুষতা নয়। এর নাম বেইমানি । নিজ দেশের সাথে, নিজ স্বজাতের মানুষের সাথে।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯
সাইন বোর্ড বলেছেন: অাপনার কথার যথেষ্ট যুক্তি অাছে, কিন্তু ফেসবুকের কিছু তাজা খবরকেও যখন গুজব বলে উড়ানোর চেষ্টা করা হলো, তখন থেকে অনেক মানুষই সত্য খবরকেও অার সহজে বিশ্বাস করতে পারলো না, যদিও এসব খুব সচেতনভাবেই করা হয়েছিল । তবে বিশিষ্ট কিছু মানুষের নিরব ভূমিকা অনেককেই ভাবিয়েছে, অামি মনে করি এ ক্ষেত্রে তাদেরকে পুরোপুরি দোষ দেওয়া যাবেনা । সব মিলিয়ে এটা ঠিক যে, অামরা খুব খারাপ সময় পার করছি । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
১১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: ব্লগে বসে মানুষ বিচার করবেন না। দুই চারটা ''জান বাচাঁনো ফরজ '' মার্কা কথা বলা সুবিধাবাদীরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। তবে আমার কাছে মনে হয় এই সুবিধাবাদীরা আসলে ছুপা আওয়ামিলীগার। আপাতত সেইফ সাইডে থাকার জন্য এই ডাবল স্ট্যন্ডার্ড মেইন্টেন করছে।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০
সাইন বোর্ড বলেছেন: এটা অামিও স্বীকার করি ।
১২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬
ঢাবিয়ান বলেছেন: যাই হোক আমাকে সম্ভবত জেনারেল করা হয়েছে। সামনে ব্লক করাও হতে পারে। আপনি সাহসী ব্লগিং করেন বলে অনুরোধ করছি যে এই মুহুর্তে মানুষের সুবিধাবাদী রুপকে প্রশ্রয় দেবেন না দয়া করে। ছাত্রদের নৈতিক সমর্থন না করতে পারলে দয়া করে নিরাবতা পালন করুন । সেটাও অনেক ভাল ও সৎ অবস্থান সুবিধাবাদি দ্বিমুখী অবস্থানের চাইতে।
১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা । ----হযরত সোলায়মান (রাঃ)
০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩
সাইন বোর্ড বলেছেন: অামিন ।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
গরল বলেছেন: দেশ যখন মাফিয়া চালায় তখন কোন সচেতনতা কাজে দেয় না কারণ মাফিয়ারা কখনও দেশ বা জনগনের তোয়াক্কা করে না। তাই সচেতন নাগরিকেরাও সচেতন ভাবেই চুপ থাকে কারণ সচেতনতা দিয়ে চুরি প্রতিরোধ করা যায়, সংগঠিত ডাকাতি নয়। সুসংগঠিত ডাকাতি প্রতিরোধ করতে যথেষ্ঠ বল বা শক্তির দরকার হয়।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, সচেতন ব্যক্তিরা বড় জোর প্রতিবাদ করতে পারে, ডাকাতিকে প্রতিরোধ করতে পারেনা । ধন্যবাদ ।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: বক্তব্যের সাথে সহমত।
তবে স্বাধীনতা আমাদের অনেক বড় এবং অতুলনীয় অর্জন। স্বাধীনতার সাথে আমি অন্য কোনো (এরশাদ, শেখ হাসিনা, বেগম জিয়ার আমল অর্থাৎ স্বাধীনতা পরবর্তী) জুলুম, নির্যাতন, অত্যাচার অনাচারের তুলনা করতে রাজি নই।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫
সাইন বোর্ড বলেছেন: অাসলে স্বাধীনতাকে এরা সবাই নিজ স্বার্থে ব্যবহার বরেছে, সবাই চেষ্টা করেছে জনগনের স্বাধীনতাকে হরণ করার । ধন্যবাদ অাপনাকে ।
১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
উম্মে সায়মা বলেছেন: এমনভাবে প্রতিবাদ প্রতিহত করলে তো ভয় পাবেই।
জানের ভয় সবারই আছে ভাই!
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭
সাইন বোর্ড বলেছেন: কিন্তু এভাবে অার কত দিন ? মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবুও মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা । অনেক ধন্যবাদ অাপনাকে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী দেখার কথা কী দেখছি......