নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ডানে নয় বামে

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০


হালে পানি না পেলেও
তুমি বরাবর'ই মহামতি, কারন
শমসের এখন আর আগের মতো সব জানে না

যত পারো কেঁচো খুঁড়ে বের করো সাপ...

আমার ডিঙি নৌকায়
জল সেচে সেচে ফুটো হোক তলা;
গভীরে আর যাবেনা ডুবো-মাঝি,
পাড়ের ডাকে পড়ে থাক নির্বোধ হাওয়া...

তোমার আপেল-পড়া মধ্যাকর্ষণ শক্তি
কখনোই জানবেনা, চায়নাও একদিন জিঞ্জিরা ছিল ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম না কিছু! তারপরও ভাল্লাগলো কথাগুলো।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: কেন?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

সাইন বোর্ড বলেছেন: অাসলে শূন্য, ডানে কিছু বসিয়ে লাভ নেই, বামে বসালে কিছু একটা হতে পারে । ধন্যবাদ অাপনাকে ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

সাইন বোর্ড বলেছেন: কখনো কখনো কবিতা শব্দের খেলা, সেখানে অর্থ খুঁজতে যাওয়া বৃথা, তবে ভাব তো কিছু থাকেই । ধন্যবাদ ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: বাম কি স্ত্রীবাচক?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

সাইন বোর্ড বলেছেন: পুরো থিমটাই না বুঝেও বুঝুনদার মেয়েকে নিয়ে, বাস্তব বুদ্ধি যাদের খুব কম অথচ তারা ছেলেদের ভুল ধরতে উস্তাদ । অার এ কারনে কখনো কখনো ছেলেদেরকে অনেকটা অসহায়ের মতো ওদের কাছে অাত্মসমর্পণ করতে হয় । এখানে শূন্য দ্বারা জ্ঞানের পরিধিকে বোঝানো হয়েছে । ধন্যবাদ ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

নিশান নির্বিশেষ বলেছেন: মাথার উপর দিয়ে সাই সাই করে ছুটে গেছে

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সাইন বোর্ড বলেছেন: ওটা ছুটতেই থাকুক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.