নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তোমার সব কথা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫


১.
তোমার সব কথা
যখন কবিতা হয়ে যায়, তখন
আমার আর কিছু লিখতে ইচ্ছে করে না

শুধু তোমার মুখের দিকে চেয়ে
একটু একটু করে পড়ে নিতে ইচ্ছে হয়...

২.
অথচ তুমি জানোনা
আমি নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছি
এবং হারিয়েই ফেলছি...

তুমি কি আমাকে একটু আকাশ চেনাবে ?
ইদানিং নদীকেও খুব অচেনা লাগছে,
হাঁটুজলকে মনে হচ্ছে গলাপানি, আর
আকাশকে মনে হচ্ছে ইট কাঠ পাথর ঘর বাড়ি...

অথচ অাগে কখনো এরকম মনে হয়নি ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হট.....:P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সাইন বোর্ড বলেছেন: কবিতা না মডেল ?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


সাইনবোর্ড লাগায়েছেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সাইন বোর্ড বলেছেন: চাঁদে তো অাবর্জনা পাওয়ার কথা না, এত অাবর্জনা কোথা থেকে অাসে ?

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাইন বোর্ডভাই,

কবিতা খাসা হয়েছে। তবে আমি কিন্তু ছবি দেখে পড়তে এলাম ♥♥

শুভকামনা জানবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সাইন বোর্ড বলেছেন: অাসলে কথার সাথে একটা মুখ দরকার ছিল, কবিতাটা অাহামরি তেমন কিছুনা, খুব অল্প সময়ের লেখা ও ছবি কালেকশন । ধন্যবাদ ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ছবির মেয়েটাকে ভাল্লাগছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

স্রাঞ্জি সে বলেছেন:



কোথায় প্লাস দিবু বুঝতেছি না। নে ন ++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সাইন বোর্ড বলেছেন: মোট ৪টা প্লাস দিয়েছে, এজন্য কয়টা ধন্যবাদ দেওয়া যায় অাপনাকে ? নিন ১০টা ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ ইসলাম বলেছেন: ছবি কী আপনার নিজের?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সাইন বোর্ড বলেছেন: ৩ নং মন্তব্যের উত্তর দেখুন, ধন্যবাদ ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

এ.এস বাশার বলেছেন: কি লিখব কবিতা আসেনা ভাষার ছন্দ,
কবিতার মেয়েটি দেখতে নয় তেমন মন্দ।

সাইন বোর্ড লাগিয়ে নিন। কবিতা ও মেয়েটি সুন্দর।
আমার ব্লগে নিমন্ত্রণ রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

সাইন বোর্ড বলেছেন: নিয়মতান্ত্রিক ছন্দ অামার পছন্দ নয়, লেখার সময় ভাবনা ও কথার সাথে যে ছন্দ অাসে, ওটা ধরেই অামি এগিয়ে যাই । ধন্যবাদ, অাপনার ব্লগে যাচ্ছি...

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

চাডেরনুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:


সাইনবোর্ড লাগায়েছেন?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬ ১

লেখক বলেছেন: চাঁদে তো অাবর্জনা পাওয়ার কথা না, এত অাবর্জনা কোথা থেকে অাসে =p~

√ surreal কমেন্ট হইসে ভাই

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, ধন্যবাদ ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

চাডেরনুর বলেছেন: কবিতা ভাল, ছবির মেয়েটি ততোধিক ভাল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

সাইন বোর্ড বলেছেন: অাবারও ধন্যবাদ ।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

সাইন বোর্ড বলেছেন: ৩ নং মন্তব্যের উত্তরে অামিও বলেছি, অাহামরি কিছু না, ভাবনার বিস্তার কম, শুধু কথার পর কথা এগিয়েছে...ধন্যবাদ ।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

সৈয়দ ইসলাম বলেছেন: ৩ নং প্রতিমন্তব্য : "অাসলে কথার সাথে একটা মুখ দরকার ছিল, কবিতাটা অাহামরি কিছু না...। ছবি কালেকশন । ধন্যবাদ ।" ___লেখক


আপনার কবিতা অনেক ভাল হয়েছে।
পাঠক ও মন্তব্যের জন্য এমন হট ছবি নাও দিতে পারতেন।
তাছাড়া এটা প্রকাশের অনুমতি সে মনে হয় আপনাকে দিবে না!
আপনার কবিতার জন্য এটা মানানসই না হওয়ায় আমি কথাগুলো বললাম। স্বাভাবিক ভাবে নিবেন।



ভাল থাকুন সবসময়, শুভকামনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

সাইন বোর্ড বলেছেন: অাপনার দুটো মন্তব্যই স্বাভাবিকভাবে নিয়েছি, ধন্যবাদ ।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেমে পড়েছেন সাইনবোর্ড ভাই, এটা প্রেমের প্রথম লক্ষণ, মিষ্টি খাওয়াইয়েন ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, প্রেমে পড়লে এরকম হয়, অসংখ্য ধন্যবাদ ।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

বলেছেন: বাহ ---সহজসরল সাবলীল । ভা‌লো লাগ‌লো। ***

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্! বেশ হয়েছে কবি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.