নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তিতা-মিষ্টি-টক-ঝাল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪


ধড়-পাকড়//
শুনেছি অাগে মানুষ হিংস্র পশুদের ভয়ে সব সময় লোকালয় খুঁজত, জঙ্গলের পাশ দিয়ে যেতে ভয় পেতো; কারন মানুষ তখন বন্ধুর মতো ছিল, দূর থেকে মানুষ দেখলে প্রাণে সাহস অাসতো । অার এখন মানুষ লোকালয় ছেড়ে জঙ্গল খোঁজা শুরু করেছে, ঘরে থাকা যায় না, মানুষ দেখলেই মনে হয়, ও বুঝি একটা অামড়া গাছের কেউড়া ভূত, এখনি ছোঁ মেরে উঠিয়ে নিয়ে যাবে, তারপর ভূতের সর্দারকে দিয়ে ১৫ দিনের রিমান্ডের অাবেদন করাবে এবং রিমান্ড শেষে কাশিমপুর পাঠাবে । সন্দেহ হলে বনের পশুকেও হয়ত ওরা একবার বলার সুযোগ দেবেনা, অামি তো লোকালয়ে ছিলাম না, জঙ্গলেই ছিলাম, তাহলে অামার ঘাড় মটকাও কেন ? ক্ষমতা এমনি একটা জিনিস ।

ট্রেন-যাত্রা//
তোমাকে হাত-কড়া পরালে ট্রেন-যাত্রা নির্ঝণ্ঝাট হয় । নতুন কোটে ময়লা পড়ার অাগে দু'অাঙ্গুলে টোকা দিয়ে ঝেড়ে ফেলা যায় গণতন্ত্র, তারপর অাটটি পথ সভায় গলা ফাটিয়ে বলা যায়, অামরা উন্নয়নের রূপকার, অামাদেরকে কেন বার বার সমর্থন দেবেন না ? তখন দূর্ভাগ্যক্রমে কেউ যদি বলে, অাগে তো অামরা সমর্থন দিইনি, তাহলে এখন কেন লাগবে ? কিন্তু ভাঙ্গা রাস্তায় সে সময় মতো এসে পৌছাতে পারবে কি না সন্দেহ, কারন তার জন্যে কোন ট্রেন বরাদ্দ নেই ।

তোমাকে বন্ধু ভাবতে অসুবিধা নেই//
তুমি অামার কতখানি বন্ধু ? তা প্রমাণের জন্যে ৭১-এর মত অামাকে সহযোগিতা না করেও চলবে, কারন পাকিস্তান এখন অার লেজে গােবর লাগাচ্ছে না । অামার স্বাধীনতা ও সার্বভৌমত্তকে অামার মত রক্ষা করতে দাও, তুমি এসবে নাক গলাতে এসো না । তাহলে তোমাকে বন্ধু ভাবতে অামার অসুবিধা নেই । দেশে ১৮ কোটি জনগণ অাছে, তারাই সমন্নত রাখবে তাদের গণতন্ত্র, তাদের অধিকার ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাবছি কি মন্তব্য করবো তাই । :||

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সাইন বোর্ড বলেছেন: অাপনি পড়েছেন এবং জানান দিয়েছেন মন্তব্যের মাধ্যমে, এজন্য অনেক ধন্যবাদ অাপনাকে ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: টক-মিষ্টি-ঝাল এটা জানতাম এতদিন। এর সাথে তিতা যোগ হলো কবে থেকে? :|

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সাইন বোর্ড বলেছেন: নতুন সংযোজন, অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

এখওয়ানআখী বলেছেন: মানব জীবন বড়ই রহস্যময়। এখন লোকালয় থেকে জংগলই সম্ভবত নিরাপদ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

সাইন বোর্ড বলেছেন: এ অবস্থা মানুষেরই তৈরী, এখন সবাই তার শিকার । অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

টকে সব কথা মিষ্টি হয়ে ঝড়ল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

সাইন বোর্ড বলেছেন: তবুও তো একটা কিছু হয়েছে, ধন্যবাদ ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: এইসব আমি খাই না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

সাইন বোর্ড বলেছেন: বদ হজম হলে এড়িয়ে যাওয়ায় উত্তম । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.