নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বলা হয়েছিল, এটা একটা অন্ধকার রাত
তবু হাতুড়ির বাড়ি দিয়ে দিয়ে
একটা সাইড পরষ্কার মানে অালোকিত রাখতে হবে ।
হাতুড়ি দিয়ে কি অন্ধকার দূর করা যায় ?
- যায়
দুটো সাইড না শুধু একটা সাইড
এটা তোমার কাজ, তোমাকে দেওয়া হয়েছিল
এই শর্তে যে, বেলুন খুব বেশি ফুলে উঠলেও
তুমি ফুলে উঠতে পারবে না কিংবা ফেটে পড়বে না
যাতে কচু পাতার জলের সাথে
তোমাকে গড়ে পড়তে না হয় কাঁটা বনে
অথচ সেই তুমি সবার অাগে অসুস্থ্য হলে
দেশের বৈদ্য-কবিরাজরা না জানলেও
তুমি জানলে, ক্যানসার কতটা ভয়ংকর হয় !
এখন যতই বলো, তোমার কোন অসুখ ছিল না,
তাতে কোন লাভ হবে না, সবাই বলবে -
ও একটা মানসিক রোগী, অার
এরকম রোগীর অাত্মজীবনী মানে ভূতের গল্প ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সাইন বোর্ড বলেছেন: ৮টা "ও"-এর জন্যে কয়টা ধন্যবাদ দেবো ? শুভ রাত্রি ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সাইন বোর্ড বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
সনেট কবি বলেছেন: পড়লাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
মেহেদী হাসান হাসিব বলেছেন: ফিকশন টাইপের হয়েছে। এরকম গল্প ভালই লাগে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরো ভয়ানক চাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
সাইন বোর্ড বলেছেন: এর চেয়ে বেশি ভয়ানক করতে গেলে নিজেই ভূত হয়ে যাবার সম্ভাবনা অাছে, অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভূত হতে হলে হবেন সমস্যা কোথায়? সকল ব্লগারদের সব সময় এতো সিরিয়াস না থেকে মাঝেমাঝে একটু ইঞ্জয়ও করা উচিৎ। তা নয় কি?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক বলেছেন, প্রাণবন্ত ব্লগিং করতে পারা দারুণ ব্যাপার । অামরা কেউ কেউ হয়ত অযথায় ভূতের ভয় করি । অাবারও ধন্যবাদ অাপনাকে, শুভরাত্রি ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব। শুভরাত্রি।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ভয় লাগে না। বরং হাসি পায়।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০
সাইন বোর্ড বলেছেন: হাসি পাওয়া স্বাস্থ্যকর, ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
স্রাঞ্জি সে বলেছেন:
ওওওওওওওও