নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

একদিন

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১


প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেললে
ভাঙ্গাচোরা রাস্তাও পাড়ি দেওয়া যায় সহজে
শুধু সাঁতার দেওয়ার অাগে জেনে নিতে হয়
নদীতে জলের গভীরতা
যদিও ওপারের তাড়া বুঝে বাড়ে পায়ের গতি
তবু তুমি-অামি কেউ'ই সময় মত পৌছাতে পারিনা
নির্দিষ্ট ঠিকানায়

এ কথা জেনেও
অামরা বার বার বসন্তের জন্য অপেক্ষা করি
অামাদের চোখের সামনে দিয়ে উড়ে যায় কোকিল...
অথচ কোন গান শুনতে পাই না,
তারপরও
একদিন অাকাশের ঠিকানায় চিঠি লিখতে লিখতে
অামরা অাকাশ হয়ে যাই ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:
ঘুমুতে চাইছিলুম, কিন্তু আপনার কবিতা সেইটা হইতে দিলো না! দায়ী কে?
আপনি না কবিতা?

|-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সাইন বোর্ড বলেছেন: কবিতার কথা বলতে পারব না, তবে অামার অপরাধ অাপনি ঘুমাতে যাবার অাগে কবিতাটি পোস্ট করা, জানিনা এটা অাইনের কত ধারায় পড়ে, কারন অাইন সম্পর্কে অামার ধারনা শূণ্য । অনেক ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: তারপর একদিন আকাশের ঠিকানায় চিঠি লিখতে লিখতে আমরা আকাশ হয়ে যাই।- "আমরা" শব্দটা কবিতাকে সার্বজনীন করে তুলেছে। আমি কেনো যেনো আমিত্বের গণ্ডি থেকে বেরুতে পারি না।

মুগ্ধতা। +

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সাইন বোর্ড বলেছেন: এরকম সমস্যা অাগে অামারও অনেক বেশি ছিল, এখনো মাঝে মাঝে অামি'র গণ্ডি থেকে বেরুতে পারিনা । অাপনি যেহেতু চেষ্টা করছেন, অবশ্যই সফল হবেন । ধন্যবাদ অাপনাকে ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সাইন বোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার কিছুর আভাস দিয়েছেন কবিতায় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বলেছেন: ভাবুক হৃদয়ের প্রকাশ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

অভিজিৎ দাস বলেছেন: সুন্দর

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সুদীপ কুমার বলেছেন: সুন্দর লেখনী।তবে শেষ লাইনটা কেমন যেন-"আমরা আকাশ হয়ে যায়"। এখানে যায় না দিয়ে যাই হলে কেমন হতো?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন কবি, এই যায় অার যাই এর ভুলটা অামার প্রায়'ই হয় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড ,



কতোটুকু পা কি ভাবে বাড়ালে কতোপথ অতিক্রম করা যাবে এ হিসেবের পরেও গন্তব্যে যেতে দেরী হয়ে যায় বড্ড । তবুও মানুষ আশায় আশায় থাকে ...........

ভালো লিখেছেন তবে শেষ লাইনের শেষ শব্দটি মনে হয় "যায়" এর বদলে "যাই" হবে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সাইন বোর্ড বলেছেন: এই যায় অার যাই এর ভুলটা অামার প্রায়'ই হয় । অনেক ধন্যবাদ অাপনাকে, বানানটি ঠিক করে নিলাম ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:

আমাদের আইনজীবী ব্লগার এমটি উল্লাহ ত আছেন, উনাকে জিজ্ঞেস করতে পারেন।

ধন্যবাদ আপনাকে। হে হে হে =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সাইন বোর্ড বলেছেন: কাকে ? অাবারও ধন্যবাদ, ভাল থাকুন ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

মাহমুদুর রহমান বলেছেন: কোকিল এর ডাক না শুনার কারনো আছে,কারন এখন কোকিলও জেনে গেছে বাংলাদেশ এখন বসবাসের অযোগ্য স্থান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

সাইন বোর্ড বলেছেন: জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে অামরা কোকিলের নামও ভুলে গেছি, ডাক শোনা তো দূরের কথা । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা লেখার নিয়ম কানুন আমাদের একটু শিখিয়ে দেন।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

সাইন বোর্ড বলেছেন: কবিতা লেখার কোন নিয়ম কানুন অামি জানিনা, একান্ত অামার মত করেই প্রকাশ করি, ভাল লাগা খারাপ লাগা পাঠক জানে, অার যারা নিয়ম, মানে ছন্দ, মাত্রা, তাল ইত্যাদি মেনে কবিতা লেখে তাদের কাছ থেকে অাপনি প্রশিক্ষণ নিতে পারেন । অামাদের বলতে অাপনি ছাড়া অার কে কে অাপনার সংগে অাছেন, তাদেরকেও সংগে নিয়েন । ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.