নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ মৃৎ ও কুটির শিল্প বাজার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫


ঢাকার অদূরে নবীনগর (স্মৃতি সৌধের বিপরীতে) মেইন রোডের পাশে খুব স্বল্প পরিসরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জায়গার উপর গড়ে উঠেছে এ বাজারটি । সচরাচর এদিক দিয়ে যাতায়াত করলেও অামরা অনেকেই জানিনা নান্দনিক সংগ্রহের এই বাজারটির কথা । যেখানে খুব কম মূল্যে কেনা যায় মাটির তৈরী বিভিন্ন রকম মডেল, সো-পিসসহ হস্ত শিল্পের অারো নজর কাড়া সামগ্রী ।

১। মেইন গেট

২। প্রবেশ মুখের বাম পাশে সাদা ঘোড়ার মূর্তি ও একটি মটকা

৩। গেটের ডান পাশে দুটি হাতির মূর্তি

৪। রাজারটিতে ঢোকার মূল প্রবেশ পথ

৫। রঙ করার পূর্বের অবস্থা

৬। বিভিন্ন ধরনের ওয়াল সো-পিস ও অন্যান্য

৭। ডিজাইন করা ফুলদানি ও অন্যান্য

৮। কাঠের উপর লেখা ও গ্রাম বাংলার ছবি

৯। পাটের তৈরী দোলনা ও অন্যান্য সামগ্রী

১০। একজন দোকানী তার দোকান পরিস্কারে ব্যস্ত

১১। বাঁশের তৈরী ঝুড়ি ও কাঠের সো-কেস

১২। গ্রিলে টাঙানো মানুষের অাদল

১৩। কালো হাতি

১৪। ছবিটি লেপটে যাওয়ার পরও দিলাম ভিন্ন রঙের কারণে

১৫। মাটির তৈরী ব্যাংক ও ফুলদানি

১৬। পাটের তৈরী ভিন্ন কিছু

১৭। কাস্টমারের সাথে কথা বলায় ব্যস্ত দোকানী

১৮। মাটির তৈরী থালা ও অন্যান্য

১৯। পোড়া মাটি রঙের সো-পিস

২০। এই অাদলগুলো অামাদের ইতিহাসের কাছে নিয়ে যেতে পারে সহজে

২১। সামনে ছোট একটি মাঠ, বের হওয়ার পর কিছুটা সময় এখানে বসে নেওয়া যায়

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ! বেশ!

বড়ই সুন্দর। ছবিগুলো কত বাই কত??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

সাইন বোর্ড বলেছেন: মোবাইলে ল্যান্ডস্কেপে উঠানো, সাইজটা এই মুহূর্তে বলতে পারছিনা । ধন্যবাদ অাপনাকে ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিগুলো সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: সুন্দর, যেতে হবে একদিন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

সাইন বোর্ড বলেছেন: অাপনাকেও ধন্যবাদ ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ১৪ নম্বর ছবিটা ঘোলা (ব্লার) হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

সাইন বোর্ড বলেছেন: সে কথাটা ১৪ নম্বরে বলেছি, এটার বিকল্প ছবি ছিলনা । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.