নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পরকীয়া//
বড় একজন ব্যবসায়ীকে বিয়ে করার পর
মাধবীর এখন অার মনে হয় না
মাহেন্দ্রর সাথে সে প্রতারণা করেছে, কারন
ইচ্ছে করলে সে তার সাথেও শুতে পারে
ইন্ডিয়ান কোর্ট সে অধিকার তাকে দিয়েছে ।
নাম//
মুরগিটা একবার'ই জবেহ করা হয়েছে, তাই
মালিকের নামে উৎসর্গ করতে বাঁধা নেই ।
সমাবেশ//
গতকাল রাস্তায় গাড়ী কম থাকলেও
কেউ কাউকে নাকি ঠ্যাক দেয়নি
তৃপ্তির ঢেঁকুরে তা বেশ বোঝা যাচ্ছে ।
উত্তর জানা//
৭ দফা কিংবা ১৪ দফা কোন সমস্যা না ।
একটাও যে মানতে পারা যাবেনা
- সেটাই সমস্যা ।
রুদ্ধ//
ঘুঘু এখন অার বাসা বাঁধেনা
সবাই ঠিকানা জেনে যাবে বলে
তবু অাকাশটাকেই নাকি ফাঁদ মনে হচ্ছে ।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫
ফেনা বলেছেন: চমতকার কথা।
ভাবনার বিষয়।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনােক ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
আখেনাটেন বলেছেন: রুদ্ধ//
ঘুঘু এখন অার বাসা বাঁধেনা
সবাই ঠিকানা জেনে যাবে বলে
তবু অাকাশটাকেই নাকি ফাঁদ মনে হচ্ছে । ---- বড়িয়া লিখেছেন। ভালোলাগার চিহ্ন এঁকে দিলুম সাইনবোর্ডে।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম ভাবনা-চিন্তার বিষয় ইহা।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০
সাইন বোর্ড বলেছেন: অামারও কিছুটা তাই মনে হয়, ধন্যবাদ ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
বাকপ্রবাস বলেছেন: সমস্য টাইপো আছে একটা।
খুব সুন্দর সবগুলো। ফাটাফাটি।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭
সাইন বোর্ড বলেছেন: ইয়েস, এখনি ঠিক করে নিচ্ছি । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: সাহিত্যে আপনার ভালো দখল না থাকলে- জীবনে আপনি কোনো কিছুতেই সাফল্য পাবেন না। এমন কি আপনি একজন ভালো মানুষও হতে পারবেন না।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
সাইন বোর্ড বলেছেন: সেই পুরানো কথা, অামরা সবাই উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু কেউ,ই মানিনা । তো অাপনি নিজে মেনে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন । অাপনাকে অসংখ্য ধন্যবাদ ।
৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাইন বোর্ডভাই,
প্রত্যেকটি বেশ ভাবনার। তবে প্রথমটি নিয়ে কোর্ট অবমাননা করবোনা। শুনছি প্রত্যেকটি বাড়িতে দুটি বারান্দা দরকার। পরকীয়া নাকি উপচে পড়া ভালোবাসা। স্বামী - স্ত্রী যেখানে বারান্দা দিয়ে সংসারের অতিরিক্ত ভালোবাসা লেনদেন করতে পারে। এজন্য দুটি আলাদা বারান্দা দরকার।
শুভকামনা জানবেন।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
সাইন বোর্ড বলেছেন: পরকীয়ার উপর বলা অাপনার কথাগুলো সাজালেই সুন্দর একটা কবিতা হয়ে যায়, এরকম কবিতা অামি খুব পছন্দ করি
পরকীয়া নাকি উপচে পড়া ভালোবাসা। স্বামী - স্ত্রী যেখানে
বারান্দা দিয়ে সংসারের অতিরিক্ত ভালোবাসা লেনদেন করতে পারে...
এজন্য দুটি আলাদা বারান্দা দরকার।
......অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৮| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
ল বলেছেন: অসাধারন যুক্তির পিঠে হাত।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব গভীর কথা