নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
লম্বা একটা ঘুম দেওয়ার অাগে মনে হলো
অারো একবার দেখে নিই সবুজ, যদিও
ঘুম নিয়ে কোন দিনই অামার বাড়াবাড়ি ছিলো না
তবু চোখ বন্ধ করে অামি হেঁটে গেছি ধান-কাটা মাঠ,
বার বার পচা শামুকে কেটেছে অামার পা
তারপরও ছুঁতে পারিনি দিগন্ত
হে অামার সবুজহীন এক অাকাশ নির্ঘুম রাত
তুমি কি সত্যিই অামায় ঘুমাতে দিতে চাও ?
তেলাকুচো পাতার সবুজে, লতায় লতায় জড়িয়ে ?
কিন্তু এখন যে অামার বড্ড জেগে থাকতে ইচ্ছে করছে...
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
সনেট কবি বলেছেন: তেলাকুচো পাতা মাঝে মাঝে খাওয়া হয়।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
সাইন বোর্ড বলেছেন: এটা ঔষধী গাছ, অনেক ধন্যবাদ অাপনাকে ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯
সাগর শরীফ বলেছেন: ভাল কথা মনে করেছেন। তেলা কচুর পাতা দরকার কিছু !
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
সাইন বোর্ড বলেছেন: এটা অনেকটাই সহজলভ্য, পেয়ে যাবেন কোথায় । ধন্যবাদ ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: আমাকে গ্রামে নিয়ে গেলেন যে! সবুজে, লতায়, পাতায়!
মনটা সবুজ হয়ে গেল।
+++
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
সাইন বোর্ড বলেছেন: অাপনাকে গ্রামে নিয়ে যেতে পেরে অামি পুলকিত, অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
ওমেরা বলেছেন: সবুজের মতই ভাল লাগল কবিতা ।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
চারিদিকে ভরে যাক সবুজে।
সবুজ আমার খুব পছন্দ।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: সবুজের প্রতি অাপনার এই ভাল লাগা অামারও ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবুজ দেখতে সব সময়ই ভালো লাগে। আলাদা এক ভালো লাগা কাজ করে।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর