নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জল পড়ে পাতা নড়ে-৩

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭


খেলা//

প্রথম ইনিংস লম্বা হওয়ার কারন হলো
বোলার এবং ফিল্ডারের চরম ব্যর্থতা,
যদিও সময় মোটেই অানলিমিটেড নয় । অথচ

দর্শক এখনো অপেক্ষা করছে দ্বিতীয় ইনিংস দেখার...

বাঁচোয়া//

এবার বর্ষা কম হওয়ায়
পাগলকে নাকি কাপড় খুলে রাস্তা পার হতে হয়নি ।

মেলা//

মানুষ যদি মাঝে মাঝে অাকাশের তারা দেখে থাকে
তাহলে তাকে উন্নয়নও দেখতে হবে ।

অাশা পূরণ//

শোকরানা নামাজ
সোয়াবের চেয়ে স্বস্তি বেশি হলে
দল বেঁধে পড়ায়'ই ভালো

তাতে জাহান্নামকে সহজে ডোন্ট কেয়ার করা যায় ।

শীত//

শরৎ শেষে এক পশলা বৃষ্টি,
অাহা, কাল থেকে যদি লেপ বের করা যেতো !

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আখেনাটেন বলেছেন: পাগলের কাপড় খুলে রাস্তা পার হওয়ার সাথে বর্ষা কি ব্যাস্তানুপাতিক নাকি? :P


ভালো লাগল।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সাইন বোর্ড বলেছেন: ভাঙ্গা রাস্তা, বর্ষা বেশি হলে জল বেশি হতো । ধন্যবাদ ।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ভাঙ্গা রাস্তা, বর্ষা বেশি হলে জল বেশি হতো । -- সে জন্যই তো বললুম। :D

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: খেলায় আজকাল আম্পায়ারিং এর সমস্যাও হচ্ছে প্রচুর। এই যেমন সেদিনটিতে হলো, লিটন দাস এর ব্যাপারে।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

সাইন বোর্ড বলেছেন: শুধু কি ক্রিকেট খেলাটাই দেখলেন ? নতুন নতুন অনেক খেলাই হচ্ছে । ধন্যবাদ ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: লেপ বের করতে আরো দেড় মাস অপেক্ষা করতে হবে।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: তার বেশিও লাগতে পারে । ধন্যবাদ ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪

চাঙ্কু বলেছেন: হুমম!

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.