নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
নিরাশ//
সব ঘা শুকিয়ে যাবার পর
ভিক্ষুকের মনে হলো -
এখন থেকে তাকে অার কেউ ভিক্ষা দেবে না ।
শান্তি//
কেঁচোর জন্য কাদা-মাটি গেড়ে
খরগোসকে বললাম - দৌড় লাগাও...
ততক্ষণে শেয়ালের নোবেল বন্টন শেষ !
ব্যতিক্রম//
ভাগ্যবানরাই কেবল জন্মদিনে মৃত্যুর কেক কাটতে পারে ।
ক্ষমতা//
রাজা শুধু জানাজাতেই যায় না
ইচ্ছে হলে কাউকে জিন্দাও রাখতে পারে ।
উপলব্ধি//
তোমার কান্নাটা কষ্টের না হয়ে অানন্দেরও হতে পারে
অামি শুধু তোমার চোখের দিকে না তাকালেই হলো ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
সাইন বোর্ড বলেছেন: অাপনার জন্যে রইল অশেষ ধন্যবাদ এবং শুভ কামনা । ফুল অামার খুব পছন্দ হয়েছে ।
২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩
নজসু বলেছেন: অসাধারণ অভিব্যক্তি।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
এ.এস বাশার বলেছেন: সুন্দর কথা মালা.....
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, এক দিন পর অাপনার জন্ম দিনের শুভেচ্ছা রইল ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
নূর আলম হিরণ বলেছেন: সুন্দর কথামালা।
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কান্নাটা কষ্টের না হয়ে অানন্দেরও হতে পারে
..............................................................................
মানুষের জীবনটা হাসি কান্নায় ভরপুর
কবিতায় ++
.................................................................................