নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: ফেলে অাসা বর্ষা

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

১। ফেরির উপর থেকে উঠানো পদ্মা নদী ।

২। বংশাই নদীতে এই প্রথম দেখলাম কাউকে খেয়া জাল দিয়ে মাছ ধরতে ।

৩। এটুকু শুধুই মাঠ, এর চারদিকে গ্রাম অার গ্রাম । বর্ষা কালেই কেবল এখানে পানি জমে ।

৪। এখানে একদিন বড় একটা পুকুর ছিল, ভরাট হতে হতে এইটুকু অবশিষ্ট অাছে ।

৫। নদী পথে অাসলে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ ? লঞ্চ নাকি ইঞ্জিন চালিত নৌকা ?

৬। বর্ষা শেষে যে নদীর পানি মবিলের মত কালো অার দূর্গন্ধ হয়ে যায়, তার নাম হলো বংশাই নদী ।

৭। নৌকাটিতে উঠতে হলে একজনকে অন্ততঃ জলে পা ভেজাতেই হবে ।

৮। এই হলো তরা ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা তরা নদী, যাকে শুকনো মৌসুমে দেখলে মন খারাপ হয়ে যায় ।

৯। রাস্তার উপরেই যদি মাছ ধরা যায়, তাহলে নদী, পুকুর বা খালে যাওয়ার দরকার কি ? ছবিটি সংগৃহিত ।

১০। শুকনো মৌসুমে এ নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও বালি ব্যবসায়িদের জন্য সব সময়ই সৌভাগ্য বয়ে অানছে...

১১। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চলাচলকারী ফেরিগুলোর মধ্যে কেরামত অালীকেই বেশি মনে পড়ে ।

১২। কলা গাছের এই ভেলায় উঠতে হলে প্রথম শর্ত, পোশাক খুলে অাসতে হবে । ছবিটি সংগৃহিত ।

১৩। কোন পুকুর যখন হৃদয় খুঁড়ে বের করে অানে কিছু ধুসর স্মৃতি, তখন সেটি অার শুধু পুকুর থাকে না ।

১৪। বর্ষা শেষ হতে না হতেই শুরু হয় জলের জন্য হাহাকার । এত বালুচর দিয়ে অামি কি করব ?







মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


বংশাই নদী কোন এলাকায়? পানি কেন কালো হয়ে যায়, উহাতে কি মাছ আছে?

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাইন বোর্ড বলেছেন: ইহা ধামরাই এর উপর দিয়ে গিয়ে নয়ার হাট ব্রিজ ক্রস করেছে, সারা বছর ঢাকা ইপিজেট এর যত বর্জ্য অার বিষাক্ত কেমিক্যাল এ নদীতে পড়ে, পানি কালো অার দূর্গন্ধ হয়ে যাওয়ার এটাই কারন, বর্ষাকালে মানুষকে মাছ ধরতে দেখেছি, বাকী সময় এই নদীতে মাছ থাকতে পারার কথা না । ধন্যবাদ ।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ। নদীর পানি, ওখানে কি কোনও শিল্পাঞ্চল আছে?

শুভকামনা প্রিয় সাইনবোর্ড ভাইকে।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সাইন বোর্ড বলেছেন: ইপিজেট এর যত বর্জ্য অার বিষাক্ত কেমিক্যাল এ নদীতে পড়ে । ধন্যবাদ এবং শুভ কামনা অাপনার জন্যেও ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নজসু বলেছেন: চমৎকার সব ছবি।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঙ্কু বলেছেন: চমৎকার ছবি!
৯ নং ছবি? :(

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সাইন বোর্ড বলেছেন: জলের নিচেও দেখা যায়, হতে পারে সার্বিক অবস্থাও । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনার ও পোষ্টের মান বেড়েছে, ভালো

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, অাবারও ধন্যবাদ ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাকু হাসান বলেছেন:

নয় নাম্বার ছবিটি মনে হয় ট্রল করার জন্য করা হয়েছে । ১২ নাম্বার ছবিটি বেস্ট ,শৈশব খুঁজে পাই । +

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: অামার অবশ্য তেমনটি মনে হচ্ছেনা, কারন জলের নিচেও ছেলেটির অবয়ব দেখা যাচ্ছে । ছবিটি অন্য কোথাও থেকে এনে এখানে বসালে এমনটি দেখতে পাওয়ার কথা না । অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কি আপনার তোলা?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

সাইন বোর্ড বলেছেন: যে দুটো ছবি অামার উঠানো না, সংগ্রহ, সে দুটো ছবির উপরে লিখে দিয়েছি, তা হলো ৯ এবং ১২ নং । বাকী সব ছবিই অামার উঠানো ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কি আপনার তোলা?

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল। ছবি পোস্টের শুরুতে কিছু লিখে দিবেন। এতে প্রথম পেজের জায়গা নষ্ট হয়না।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

সাইন বোর্ড বলেছেন: কিছু লেখা অাছে বলেই মাত্র তিনটি ছবি দেখাচ্ছে, তা না হলে ৮/১০টা ছবি শো করতো । ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.