নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এখন অনেক রাত

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪


এখন//

এখন অনেকেই হয়ত অাইয়ুব বাচ্চু হতে চা্ইবে,
সোনালী গিটার হাতে, ধুসর মেঘের সাথে
গান গেয়ে গেয়ে...

এদের কেউ কি দুঃখকে চিনতে পেরেছে ?
তা না হলে তো গাইতে পারবে না -

"মেয়ে, তুমি কি দুঃখ চিনো, চিনো না
তুমি চিনবে কেমন করে এই অামাকে"...

অনেক রাত//

কখনো কখনো সূর্য উঠার পর'ই অাঁধার ঘণিয়ে অাসে,
তখন দিনের ক্লান্তিটুকু কেড়ে নেয় অাকাশ;
তারপর কী যে গভীর ঘুম ! অার জাগা হয় না

অথচ কোন অভিমান নেই; তবু বাতাসে ভেসে অাসে -

"সুখের'ই পৃথিবী, সুখের'ই অভিনয়
যতই অাড়ালে রাখো, অাসলে কেউ সুখী নয়"...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

তারেক ফাহিম বলেছেন: শেষাংশের কথাটি চরম সত্য্।

কবিতায় ভালোলাগা।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: কেউ সুখী নয়, এজন্য সবাই সুখী হতে চায়।
+++

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা। সুখের জন্যইতো সব। :(

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

রিফ্রাক্শন বলেছেন: আর বেশি কাঁদলে , উড়াল দেব আকাশে। বাচ্চু ভাই নেই, এটা ভুলে গেছি। তিনি আছেন, থাকবেন।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

সাইন বোর্ড বলেছেন: মন্তব্যে অারো একটি গানের লাইন যোগ করায় অসংখ্য ধন্যবাদ, অাসলে অামি চেয়েছি অামার কিছু কথার সাথে শিল্পীর গাওয়া কয়েকটি প্রিয় গানের লাইনকে জুড়ে দিতে । অার এ প্রেক্ষিতেই শিরোনাম এবং দুটি লেখার শেষে গানের কয়েকটি লাইন জুড়ে দেওয়া ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

পঁচামানুষ বলেছেন: বাচ্চু ভাই একজন ই।তার রিপ্লেসমেন্ট হবে না কখনোই।
ভালো লাগলো।
আমার ব্লগে আমন্ত্রণ রইল।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, তার গানের কথা ও সুর সব সময়ই স্বকীয়তা বহন করতো । অার এটাই একজন শিল্পীর সার্থকতা । ধন্যবাদ এবং শুভ কামনা রইল । নিশ্চয় অাপনার ব্লগে যাবো ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ সাথে শুভ কামনা ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

নজসু বলেছেন: মানুষ চলে যাবার পর আরও বেশি প্রিয় হয়ে যায়।
বেঁচে থেকে দেখে যেতে পারলে তার মনটা আরও বেশি খুশিতে পরিপূর্ণ হতো।

আইয়ুব বাচ্চু আমাদের হৃদয়ে বেঁচে থাক আজীবন।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

সাইন বোর্ড বলেছেন: অাসলে প্রিয় কোন মানুষ মারা যাবার পরই কেবল ভালবাসাটা পরিপূর্ণভাবে উপলব্ধি করা যায় । অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.