নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
না বুঝে কোন ফ্যাশনকেই উপহাস করা ঠিক না,
তাহলে অামাদের সোনালী অাঁশের মূল্য কমে যায় ।
২.
একজন ফটোপ্রেমিক
কিছু পাগলের ছবি তোলার জন্যে, কয়দিন ধরে
রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছে...
তাও অাবার যেমন তেমন পাগল নয়, ন্যাংটো পাগল
অবশেষে ব্যর্থ হয়ে নিজের দিকে তাকিয়ে দ্যাখে
তার পরোনেই কোন কাপড় নাই
তখন অাশেপাশে অবশ্য কোন ফটোগ্রাফার ছিলো না ।
৩.
দূর থেকে মেয়েটিকে দেখে খুব মায়া হলো
বেচারা কৃত্তিম পায়ের উপর দাঁড়িয়ে অাছে !
কাছে গিয়ে দেখি
ও অাসলে এক জোড়া হাই হিলের উপর দাঁড়িয়ে
লম্বা হয়ে একদিন অাকাশকে ছুঁবে বলে ।
৪.
তুমি বলতেই পারো -
ব্যান্ড সংগীত হলো ওষুধ কোম্পানির
মার্কেটিং এর চাকুরীর মতো
যৌবন শেষে কন্ঠের জোরও কমে যায়,
বয়স হলে চাকুরীটা যেমন অার করা যায় না
অামার অবশ্য তেমটা মনে হয় না ।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: আর একদিন সব শেষ হয়ে যায়, তাই ভাল কাজ করা অত্যাবশ্যক।
কবিতাটি পড়ে আমার ছোট্ট উপলব্ধি।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
সাইন বোর্ড বলেছেন: এখানে তো কয়েকটি লেখা অাছে, কোন কবিতার উপলব্ধি এটি ? নাকি কবির প্রতি ? সেটা হলে অবশ্য বলব, অামি ভাবনা ও প্রকাশে সব সময় কিছু ভিন্নতা অানার চেষ্টা করি, বলতে পারেন নিজের মত করে অাধুনিক করার চেষ্টা । ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: বিশেষ করে প্রথম লাইন ও শেষের দিক থেকে ২য় ও তয় লাইন পড়ে আমার অমন মনে হয়েছে।
আমি কি ভুল?
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
সাইন বোর্ড বলেছেন: না না, অাপনি অবশ্যই ঠিক, কারন অাজকের লেখাগুলোই অনেটা ফান কবিতার মতো, কিছুটা রসবোধ থেকে, কোনটাতেই সিরিয়াস কোন ভাবনা নেই । মাঝে মাঝে এরকম কবিতা অামি লিখি, ভাল লাগে । তাছাড়া কবিতার সংক্ষিপকরণেও অামি বিশ্বাসী, এই ব্যস্ত সময়ে কবিতার মতো একটা বিমূর্ত বিষয়ে মানুষকে/পাঠককে লম্বা এবং গুরুগম্ভীর কবিতায় ধরে রাখা কঠিন । অাবারও ধন্যবাদ ।
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনি অনেক ভাল লেখেন।
শুভেচ্ছা জানাই অনাগত আগামী প্রভাতের।
ভাল লিখুন ভাল থাকুন।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
নজসু বলেছেন: মজাদার হোক।
কিন্তু দামী ও সত্যি।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৬| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
নীল আকাশ বলেছেন: ১ আর ৩ জোস!
আমি নিশ্চিত আপনি ৪ নাম্বার টা সিমবোলিক ভাবে লিখেছেন! যেটা বুঝাতে চেয়েছেন সেটাই বাস্তবতা, যেটা এই ফটো সুন্দরী রা কিছুদিন পরেই টের পায়!
শুভ কামনা রইল।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
৭| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
নজসু বলেছেন: এই দামী কিন্তু সেই দামী নয়।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
সাইন বোর্ড বলেছেন: সেই দামীটা যেন কি ? অাবারও ধন্যবাদ ।
৮| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!!
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৯| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: হা হা
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১০| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫
নজসু বলেছেন: ভাই, মজা করে যে বিষয়গুলো তুলে ধরেছেন তা অপকট সত্য।
১ আর ৩ এ যাদের কথা লিখেছেন তারা হয়তো ঐ সাজে নিজেদেরকে খুব দামী মনে করে।
আর,
আমি আসলে আপনার লেখাটাকে দামী বলতে চেয়েছি। তাদেরকে নয়।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
সাইন বোর্ড বলেছেন: অারে ভাই, অামিও মজা করেই বলেছি । ধন্যবাদ, ভাল থাকুন ।
১১| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
তারেক_মাহমুদ বলেছেন: লেখার সাইনবোর্ডটি বেশ ভাল।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
১২| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
হাফ হাতা শার্ট বলেছেন: ১ নম্বরটা ভালো লেগেছে
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: আপনি কোন ফন্টে লিখেন? শব্দ গুলো এমন হয় কেন?
১৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: আপনি কোন ফন্টে লিখেন? শব্দ গুলো এমন হয় কেন?
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫
সাইন বোর্ড বলেছেন: শব্দগুলো কেমন হয় ?
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বেশ সুন্দর।।। ভালো লাগলো।। ভাবনাতে কবিতার বসবাস
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
কিরমানী লিটন বলেছেন: সুন্দর ভাবনাতে কবিতার বসবাস- বেশ সুন্দর, ভালো লাগলো- মজাদারও .।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
সহজ সরল সাবলীলতা কত কঠিন কঠিন বিষয়কে তুলে ধরলেন!
মুগ্ধতা
+++
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।
১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।
১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
অতীন্দ্রিয়া বলেছেন: বাহ..
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।
২০| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯
তারেক ফাহিম বলেছেন:
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
সাইন বোর্ড বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
সাগর শরীফ বলেছেন: হাহাহা ! মজাদার ।