নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভাবনা গুলো এলোমেলো-২

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮


১.
মানুষ ভাজার নয়, তবে
রুটি ভাজার কৌশলটি শেখা যায় ।

২.
সূর্য ঢলে পড়ার অাগে ছায়া বড় হয়ে গেলে,
তার নামেও দেওয়া যায় মানহানির মামলা...

তারপর, শুধু ৪০ জন কয়েদির কাছে নয়,
জাহান্নামেও পাঠানো যায়...

৩.
সিফাত উল্লাহ একজন ফেসবুকার
অার চাঁদগাজী হলো একজন ব্লগার

এ ছাড়াও কিছু পার্থক্য অাছে, তবে
দু'জনেই কিন্তু স্বঘোষিত মুক্তিযোদ্ধা ।

৪.
ফাঁকা রাস্তা
হাতকড়া হাসে
কাউয়া ডাকে...

৫.
বর্ডার ক্রস !
তিন বছর পর জানা গেল

অাসামীর মাথা এলোমেলো ছিলো ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে মর্মমূলে তীর বেঁধানো করা সব কাব্য

সময়কে ধরে রাখবে ভবিষ্যতের কাছে!
মাৎসানায়ের ইতিবৃত্ত হয়ে


+++

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, খুব সংক্ষিপ্ত পরিসরে সময়কে ধরে রাখার এ এক প্রয়াস অামার । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ব্যাপক ৩ নাম্বারটা .।।এইটা আমিও ভেবেছি কিন্তু আপনার মতো বলতে পারিনি । দুজনেই এলোমেলো তবে সিফাত নিজেকে দেখায় সাহসী পাগল । আরেকজন .।।।ব্লগের অনেকের জানা .।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

সাইন বোর্ড বলেছেন: অাপনারটা না হয় অাপনার মত করেই বলুন, পাঠকের সম্ভবত খারার লাগবে না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

আরোগ্য বলেছেন: সুন্দর সৃজনশীলতা।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

ঢাবিয়ান বলেছেন: পোস্টে পাঁচ তারা। দুই লাইনের প্রতিটা সহজ ছড়ার তাৎপর্য বড় গভীর।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

আখেনাটেন বলেছেন: ঘুণে ধরা মানুষ, নেতা, সমাজ, জাতি, দেশ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: একটা বিপ্লব দরকার, বড় ধরনের বিপ্লব । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: বিরক্তকর একটি পোষ্ট।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: উচিৎ কথায় সবাই খুশী হতে পারেনা, হওয়ার কথাও না । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.