নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এটা কি শিক্ষার্থী আন্দোলনের প্রতিশোধ ?

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২


কেউ কারো কপালে আগুন দেয়না, তবু আমরা মাঝে মাঝে বলি, ওমুকের কপাল পুড়েছে। তার মানে আগুন ছাড়াও মানুষের কপাল পোড়ে । সহজ কথায় বলা যায়, একজন আরেক জনের দ্বারা বড় ধরণের কোন ক্ষতিগ্রস্থ্য হলে কিংবা উদ্দেশ্য মূলকভাবে তাকে ধ্বংস করার চেষ্টা করলে । অন্য ভাবে বলা যায়, কারো পাকা ধানে মই দিলে। যদিও বাস্তবে পাকা কিংবা কাঁচা ধানে কেউ'ই কখনো মই দেয়না।

সাধারণতঃ ব্যক্তির দ্বারা কোন ব্যক্তির ক্ষতি হলে তার খেশারত ঐ ব্যক্তিই কেবল বহন করে, কিন্তু একটা গোষ্ঠীর দ্বারা রাষ্টের ক্ষতি হলে তার খেশারত বহন করতে হয় পুরো জাতিকে। এর দায় কে নিবে? অবশ্যই ক্ষমতাশীল সরকারকে নিতে হবে। এখানে সরকার বৈধ না অবৈধ সেটা বড় কথা নয়।

লেখাটা শুরু করেছিলাম কপাল পোড়া দিয়ে। যদিও বড় ধরনের দূর্ঘটনা ছাড়া বাস্তবে কারো কপাল পোড়ে না। তবে এবার সত্যি সত্যিই মনে হয়, এ জাতির কপাল পুড়তে চলেছে। কারণ গতকাল থেকে বিভিন্ন বয়সী মানুষের শুধু কপালে নয়; চোখে, মুখে, নাকে, কানে এমন কি শরীরে বিভিন্ন অংশে, পোশাকে পোড়া মবিল মাখিয়ে দেওয়া হয়েছে বা এখনো হচ্ছে । আমরা সবাই জানি যে, মবিল একটি দাহ্য পদার্থ । এখন শুধু একটু আগুনের স্পর্শ দরকার, মানে একটা দিয়াশলাই এর কাঠি। ব্যস। শুরু হয়ে যাবে দাউ দাউ করে আগুন। তারপর ঘাড়ের রগ খাড়া করে কেউ কেউ হয়ত স্লোগান দেওয়া শুরু করবে, অমুকের গদিতে, মবিল ঢালো এক সাথে...

এখনকার মত তখন আর হয়ত আমাদের মহা-মান্য নৌ-পরিবহন মন্ত্রী মোঁচে তা দিয়ে সাংবাদিকদের একটা গ্লুকোজ হাসি উপহার দিয়ে বলতে পারবে না কিংবা বলার সময় পাবেনা - আমি তো এসবের কিছুই জানিনা।

কারণ, উনার তখন অারো ব্যস্ততা বেড়ে যাবে। গতবার যেমন শুধু বালির ট্রাক দিয়ে ঠ্যাক দেওয়া হয়েছিল, এবার ইট, কাঠ, চুন, শুরকির, পাশাপাশি বুলডোজারও লাগতে পারে। আর এগুলো তো সবাই জোগাড় করতে পারবে না কিংবা সবাই জোগাড় করার ক্ষমতাও রাখেনা।

অার এ কারনেই উনি খুব ভাল করেই জানে, উনার কদরটা আসলে কোথায়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

কে ত ন বলেছেন: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বাধা না দেয়, তাহলে আপনি আমিও রাস্তায় নেমে যে কারও মুখে কালি মেখে দিতে পারি।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

সাইন বোর্ড বলেছেন: না, অামি অাপনি সেটা পারিনা, কারন অামরা তাদের পোষা গুন্ডা না, সেটা হলে সাত খুন মাপ হতো । শুধু পোড়া মবিল কেন, বিষ্ঠা মাখিয়ে দিলেও কিছু হতোনা । এদেশ এখন পোড়া মবিলওয়ালাদের হাতে । ধন্যবাদ ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

আবু তালেব শেখ বলেছেন: প্রশাষন খেলা দেখতেছে। সরকারের সমর্থন আছে মনে হয় এই ঘৃন্য খেলায়

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

সাইন বোর্ড বলেছেন: এটা কি অার বলার অপেক্ষা রাখে ? তবে এখন মনে হচ্ছে উদ্দেশ্যটা অাসলে ভিন্ন, হতে পারে সেটা খালেদা জিয়ার মামলার রায়ের মোটিভটাকে ঘিরে জনগণের ভাবনাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া, যদিও জনগণ এসব রায়-ফায় নিয়ে অার ভাবেনা । ধন্যবাদ ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

পদ্মপুকুর বলেছেন: আমরা আসলেই এক আজব দেশে আছি। সরকারীদলের মন্ত্রীর প্রশ্রয়ে ধর্মঘট চলছে। আজকে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী কোথায়?

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২

সাইন বোর্ড বলেছেন: ওরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, কারন বাসায় বউ, পোলাপান অাছে, মন্ত্রীর অাশীর্বাদপুষ্ট ধর্মঘটে বাঁধা দিতে গিয়ে চাকুরীটা খোয়াতে চায় না । অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: যারা কালি দিয়েছে তাদের গ্রাফতার করে বাশ ঢলা দেওয়া উচিত।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

সাইন বোর্ড বলেছেন: কোন বাঁশ ? যে বাঁশ দিয়ে বিএনপি-জামাতকে ডলা দেওয়া হয়, সেটা দিয়ে তো অার দেওয়া যাবেনা । ওদের জন্যে নরম তুলতুলে বাঁশ দরকার, সেটা এখনো অামদানি করা হয়নি, সাথে একটু খাঁটি ঘিও লাগবে । জামায় অাদর দিতে হলে । ধন্যবাদ ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

আবু তালেব শেখ বলেছেন: খালেদা জিয়ার মামলার রায়ের মোটিভটাকে ঘিরে জনগণের ভাবনাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া, যদিও জনগণ এসব রায়-ফায় নিয়ে অার ভাবেনা, ,,,,
,,,,,, আপনার ভাবনার প্রশংসা করতেই হয়। তবে এখন আর রায় ফায় নিয়ে তেমন মাথা ব্যাথা নেই কারোর। সবাই জানে অগুলো বিচারের নামে প্রহসন।
সরকার প্রচন্ড ভয়ে রয়েছে, কি জানি কি ঘটে কখন

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

সাইন বোর্ড বলেছেন: বিচারের নামে এসব অবিচার দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, দাখলদাররা যে কোন মূল্যে তাদের দখল ধরে রাখবে । অাবারও ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.