নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শীত অাসছে

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬


এখনো ধান কাটা শুরু হয়নি; তার অাগেই
বৃষ্টি কম বলে এবার মাঠের জল শুকিয়ে চুন !
পচা শামুকেরা হা করে তাকিয়ে অাছে...

পা কাটার অাগেই কি ওরা কারো কপাল কাটতে চায় ?

তিন দিন হলো অাকাশে হুলুস্থুল কান্ড,
সূর্যের গায়ে কাঁথা জড়িয়েছে মেঘ, অার
মবিল, অালকাতরা দিয়ে
কারা যেনো লেপটে দিচ্ছে দিগন্ত...
ক্রমশ অাড়াল হয়ে যাচ্ছে সোনালী ফসলের মাঠ
তোমার মুখ, ভয়েস, এসএমএস, পদ্মা মেঘনা যমুনা...

অথচ অামি শীত চাই, ফুল তোলা কাঁথায়
খেঁজুর রসে
পিঠা-পায়েসের এই সোনালী বাংলায় ।
তা না হলে, বসন্তটা যে অামার হারিয়ে যায় !

প্লিজ অার বলোনা, শীত অাসছে এবার গরম হা্‌ওয়ায় ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কবিতাটাও সুন্দর আর ছবির পিচ্চিটাও। খুব কিউট।।। হয়তো কেউ ফেসবুকে দিয়েছিলো।।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সাইন বোর্ড বলেছেন: ঠিক ধরেছেন, ছবিটা ফেসবুক থেকেই নেওয়া, কারন গুগল এ ছবি কালেকশন করতে অনেকটা সময় ব্যয় হয় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদে দেশে উত্তর বঙ্গে রংপুর দিনাজপুর এই সব অঞ্চলে অনেক শীত আসে। গরীব অনেক কষ্ট করে। অথচ আমাদের দেশের কেউ তাদের দেখেনা।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সাইন বোর্ড বলেছেন: শীতের ভরা মৌসুমে অামি উত্তর বঙ্গে কয়েকবার গিয়েছি, দরিদ্র মানুষেরা অাসলেই অনেক কষ্ট করে শীতে, এটা দূর থেকে কেউ অনুভব করতে পারবে না । কিছু এনজিও হয়ত এদেরকে নিয়ে কাজ করে, তারপরও তাদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় না ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আখেনাটেন বলেছেন: চমৎকার। এবার কৃষকেরা পানি সমস্যায় ভুগছে। সাথে ফসলের ন্যায্য মূল্য নেই। নির্বাচনের ডামাডোলে এদের দিকে তাকানোর সময় কই!

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, তাতো বটেই, দরকার তো শুধু ক্ষমতা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.