নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভাবনা গুলো এলোমেলো-৩

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২


১.
কচু কাটার মতো লাউ কাটতে
কারোর নির্দেশনা লাগেনা

ইচ্ছে করলে নিজের মত করেও কাটা যায় ।

২.
এখানেও অাছে কিছু বাকশালীয় ক্ষেত-খামার
বাকশাল দিয়ে মালয়শিয়া, সিংগাপুর বানাতে না পারার দুঃখ

অার তুমি কিনা এখনো কাঠি ছাড়া ঢোল বাজাচ্ছো, ঢুলি !

৩.
৫ অার ৭ শুধু দুটি সংখ্যা নয়
দুটি পিরিওড
বিচার ছাড়া তালগাছ অামার...

১৬ কোটি কিংবা ১৮ কোটি ভোগান্তি অাসলে কিছু না !

৪.
একজন বাথরুম সিঙ্গার, গান শেষে
গোসল করতে গিয়ে অনুভব করলো,
গরম শরীরের চেয়ে
এখন গরম পানিটাই তার বেশি জরুরী ।

৫.
অবশেষে শেয়ালের সংলাপ অাহবানে
চলছে কচ্ছপের অংশগ্রহণের প্রস্তুুতি...

তাই দেখে অাঁখচাষীরা ঝুলিয়ে রেখেছে মুলা !

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ৩ আর ৪ চমৎকার।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: সংলাপে ডাকলেও দোষ, না ডাকলেওতো দোষ হতো। তবে একটা জিনিস এখন বিরোধী পক্ষের নিয়ন্ত্রণও বিএনপির হাতে নেই।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

সাইন বোর্ড বলেছেন: কার হাতে কি সেটা বড় কথা নয়, দেশে গণতন্ত্র ফিরে অানাটাই অাসল কথা, সেটা যে কারো হাত ধরে অাসতে পারে । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

করুণাধারা বলেছেন: এলোমেলো ভাবনা ভালো লাগলো, বিশেষ করে তিন নাম্বার ও পাঁচ নাম্বার।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

ফোয়ারা বলেছেন:


জুরমিস টাইপ ভাবনা......

ভাল না লাগলেও ভাল লাগাত্র হবে।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

টিয়া রহমান বলেছেন: লাউয়ের ছবিটা জোশ!
ছবিটা কি আপনি তুলেছেন?

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সাইন বোর্ড বলেছেন: না, ছবিটি ফেসবুক থেকে পেয়েছি । ধন্যবাদ ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

নজসু বলেছেন: আপনার এই এলোমেলো ভাবনাগুলো এক শব্দে চমৎকার।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা ।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

ঢাবিয়ান বলেছেন: জাতি এখন সংলাফ নামক তামাশা দেখার অপেক্ষায়

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

সাইন বোর্ড বলেছেন: এটা নতুন কিছু নয়, অাগে অনেকবরই দেখেছে এ তামাশা । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আরোগ্য বলেছেন: লাউ কাটাতে যেরূপ পারদর্শীতা, আপনার লেখাও তেমনি সূক্ষ্ম।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, অসংখ্য ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.