নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কথায় আছে, লক্ষ্মী এমনি এমনি ধরা দেয় না, তার জন্য শ্রম দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়; তারপর লক্ষ্মী এসে একদিন হাতে ধরা দেয়। সাধারনত এ লক্ষ্মী হলো ব্যক্তিগত অর্জন, কিন্তু সামষ্টিক অর্জনকে কি আমরা লক্ষ্মী বলতে পারি ? হয়ত পারি, যদি সেটা খুব বেশি কাঙখিত হয়; তার জন্য অনেক শ্রম, ঘাম, নির্যাতন রক্ত দিতে হয়, তবে সেটা অবশ্যই লক্ষ্মী ।
এখন যদি বলি, আমরা দীর্ঘ দিন যাবৎ যে অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছি, সেটা মোটেই সুখকর নয় এবং এরকম অবস্থার জন্য এদেশ স্বাধীন হয়নি, তাহলে অনেকের ভেতরেই হয়ত হাউকাউ শুরু হয়ে যাবে এবং তারা প্রথমেই বলবে সব কিছুতেই ৭১-কে টেনে আনা ঠিক না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এসব নিয়ে শুধু তারা বলবে, যারা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, চেতনাধারী। ঠিক আছে, ধরে নিলাম তারাই বলবে, বাকীরা সবাই অামগাছ, কলাগাছ, সুপারি গাছ। কিন্তু এই পক্ষের শক্তিই যখন মানুষের নুন্যতম মত প্রকাশের মতো স্বাধীনতাটুকুও কেড়ে নেয়, তখন গণতন্ত্র যে সিদ্ধ হাড়ির তলাতে গিয়ে ঠ্যাকে, সেটা কি তারা জানে ?
স্বাধীন দেশে মানুষ ভোট দিতে পারেনা, নির্বাচন নামের তামাশা দেখতে দেখতে মানুষ আজ ক্লান্ত, বিরক্ত; অথচ আমরা সবাই জানি, ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর ভোট এদেশে একটা উৎসবের আমেজ তৈরী করেছিল, যা এখনো মানুষ প্রত্যাশা করে।
আগামী সংসদ নির্বাচন নিয়ে কাল দেশে একটা সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথচ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোন আগ্রহ নেই, কারণ তারা জানে, এর ফলাফল যেটা আসবে সেটা একটা অশ্ব ডিম্ব; তালগাছ তারই থাকবে । তার মানে আমরা এত সহজে কানাগলি থেকে বের হতে পারছি না। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ ।
তারপরও আমরা প্রত্যাশা করছি, সংলাপ সফল হোক, দেশে একটা নিরোপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক, ভোটাররা নির্ভয়ে এবং স্বাধীন ভাবে তার ভোট প্রদান করুক। যাতে ভবিষ্যতে কোন সরকারকে আর অবৈধ তকমা নিয়ে জোর-জবরদস্তি করে আবারও ৫বছর ক্ষমতা আকড়ে ধরে থাকতে না হয ।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
সাইন বোর্ড বলেছেন: চমৎকার র ঠা । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: দেশে সুষ্ঠু নির্বাচন হোক এটাই সবারই কাম্য
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
নজসু বলেছেন: কি যে হবে!!!!
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
সাইন বোর্ড বলেছেন: অামরা অবশ্যই পজেটিভ কিছুর প্রত্যাশা করব, অার নেগেটিভ নিউজ শুনতে শুনতে তো অামরা অভস্তই হয়ে গেছি । অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
হাবিব বলেছেন:
তাকে আনা যাবে না। কিন্তু যখন আসবে কেউ ফিরাতে পারবে না।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০
সাইন বোর্ড বলেছেন: সেটাই হোক অামাদের পথ চাওয়া............অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চমৎকার র ঠা । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
ভালো থাকুন।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
ঢাবিয়ান বলেছেন: দেশে গণতন্ত্র ফিরে আনাটাই এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। একমত।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
সাইন বোর্ড বলেছেন: সহমত পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২
আবু তালেব শেখ বলেছেন: সত্যই বলেছেন, জনগনের কোন আগ্রহ বা কৌতুহল নেই নাটকীয় সংলাপে। শর্তসাপেক্ষ সংলাপ কে নাটকই বলা যায়। বিএনপি, আওয়ামীলীগের নাটক দেখতে দেখতে আমরা হাফিয়ে গেছি।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
সাইন বোর্ড বলেছেন: এ জন্যেই সংলাপ থেকে অামরা ভাল কিছু অাশা করতে পারছি না, ক্ষমতা যার হাতেই যায় সেই'ই গণতন্ত্রকে হজম করে ফেলে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আওয়ামী লীগ না করলেই কেন স্বাধীনতা/মুক্তিযোদ্ধার চেতনাবিরোধী হয়ে যাব? এটা কোন ধরনের গলাবাজি? গণতন্ত্র আসতেই হবে। যে বেশী ভোট পাবে সে দেশ চালাবে...
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
সাইন বোর্ড বলেছেন: সচেতন সব মানুষও সেটাই চাই, কিন্তু ক্ষমতাশীনরা যদি তাদের লোক দিয়ে, প্রশাসনকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তখন অার জনগণনের কিছুই করার থাকেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব–
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব।
------------র ঠা।