নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমার মদন-কটকটি মুখে
এখন কেউ কেউ ফেরী করছে তিলের খাজা...
তাতে তিলের পরিমান কম থাকলেও
অনেকেই বলছে, অাহা বেশ তো মচমচা !
এতদিন যারা ছুরিতে শান দিয়ে বসে বসে ভাবছিল,
কোরবানীর অাগেই অাবার শুরু করবে গরু-কাটা
তারা এখন গরুর চেয়ে গর্তের কথায় বেশি ভাবছে...
অার বাইরে কারা যেন মাইকে ঘোষণা দিচ্ছে,
মলম পার্টি হইতে সাবধান, চোখ-কান খোলা রাখুন
একই ভুল বার বার করবেন না...
অথচ তুমিও জানো,
সব খাজা'ই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা না ।
প্লিজ, ফেরীওয়ালাদের বলে দাও, মানুষকে ধোকা না দিতে ।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
তারেক ফাহিম বলেছেন: শিশুদের প্রিয় খাবার।
কোন এক সময় আমরাও খেয়েছি।
কে জান্তো এতসব
তিলের খাজা, খাইতে মজা
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
সাইন বোর্ড বলেছেন: হয় যদি তা ভাজা ভাজা । অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: বেতাল কবিতা, তয় কুষ্টিয়ার তিলের খাজা আমি ভালা পাই
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সাইন বোর্ড বলেছেন: সব জায়গার খাজা'ই অাসলে কুষ্টিয়ার না, তবু বলে বিক্রতা । অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: চরম হইছে।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সাইন বোর্ড বলেছেন: কবিতা লেখা শেখার শিক্ষক কি পেলেন ? অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৫| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সাইন বোর্ড বলেছেন: অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে ! কুষ্টিয়ার তিলের খাজা । আমরা খাব না টক , হা হা হা।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সাইন বোর্ড বলেছেন: থাকে যদি তাতে হক, বললেই হলো টক ? অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
মাহমুদুর রহমান বলেছেন: শৈশবের কথা মনে পড়ে গেল। কি মজা করেই না খেতাম।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
সাইন বোর্ড বলেছেন: শৈশবের দিনগুলো অাসলেই অনেক মজার ছিল, অস্ংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
হাবিব বলেছেন:
ভালো লেগেছে ভাই। ++
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
সাইন বোর্ড বলেছেন: অস্ংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: bah. তিল।