নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ইদানিং তোমার পরিবর্তনটা বেশ চোখে পড়ার মত,
এতদিন ব্যাঙের সাথে পা মিলিয়ে
যেভাবে লাফিয়ে লাফিয়ে চলেছো; তা এখন
অনেকটা ভরা কলসীর মত ঠান্ডা ও নীরব । এখন
কথা বলার অাগে মনে হয় নিজেকে একটু বাজিয়ে নিচ্ছো
অার বুঝতে শিখেছো, বর্ষা ও বৃষ্টির পার্থক্য
জলের গতি, ধর্ম, উজান, ভাটি - অনেক কিছু...
যদিও এতে অামি খুব বেশি অাশাবাদি নই; কারন
এই মুহূর্তে অামি শুধু দেখতে পাচ্ছি, একটা সর্ষে ফুলের মাঠ
যার বিস্তৃত দিগন্ত গিয়ে ছুঁয়েছে বসন্ত
তুমি কি অামাকে একটা নিশ্চিৎ বসন্ত এনে দিতে পারবে ?
চোখে শুধু সর্ষেফুল দেখা অামার একদম পছন্দ না !
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
সাইন বোর্ড বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
*** হিমুরাইজ *** বলেছেন: নিশ্চিৎ বসন্ত এনে দিলেও তা বেশি দিন থাকবে না
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সাইন বোর্ড বলেছেন: কবিতাটির ভাবনা এমন যে, পাঠক নিজের মত করে ভেবে নিতে পারবে । অাগে বসন্ত অাসুক, তারপর না হয় টেকসই এর ব্যাপারটা দেখে নেওয়া যাবে । অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
শিখা রহমান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। একটু অন্যরকম, একটু চিন্তা করায়। শব্দচয়ন ভালো লেগেছে।
শুভকামনা কবি।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সাইন বোর্ড বলেছেন: অামি মনে করি অাধুনিক কবিতায়, পাঠকের ভাবনার একটা স্পেস রাখা উচিৎ । কবি যদি সব কথা বলে দেয় তাহলে সেটা অার কবিতা থাকেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
তারেক ফাহিম বলেছেন: ছবিটি অনেক সুন্দর।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
সাইন বোর্ড বলেছেন: অার কবিতাটি ? ছবিটি কিন্তু অামার উঠানো না, সংগ্রহ । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
বাকপ্রবাস বলেছেন: অন্য রকম ছিল, সুন্দর। ভাল লেগেছে
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
সাইন বোর্ড বলেছেন: জেনে অামারও অনেক ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
তারেক ফাহিম বলেছেন: অার কবিতাটি ?
কবিতার প্রশংসা না করলেই নয়, চমৎকার শব্দ চয়ন।
ঠান্ডা গরমের ডেকে রেখেছে বছরের ছয়টি ঋতু।
প্রাকৃতির নিয়মে ঋতুগুলো তাদের সাজ নিয়ে আসতেই থাকবে।
আমরা দেখবো বড়জোর ৬০(আয়ু) বার।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
সাইন বোর্ড বলেছেন: জেনে অানন্দিত হলাম । অাবারও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন সব সময় ।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
সূর্যালোক । বলেছেন: ছবি ও কবিতা ভালোলাগেছে ।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
blogermassud বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ওমেরা বলেছেন: জী চোখে বেশী সর্ষে ফুল দেখা জন্ডিসের লক্ষন তাই বেশী না দেখাই ভালো। অপেক্ষা করেনই শীতের পরই বসন্ত আসবে।
কবিতা ভাল হয়েছে । ছবিটাও পছন্দ করেছেন সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
সাইন বোর্ড বলেছেন: ভাবছি বসন্তের অাগেই না অাবার সব কিছু ছ্যারাব্যারা হয়ে না যায়, অসংখ্য ধন্যবাদ ।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আখেনাটেন বলেছেন: সর্ষের মাঠ ভেঙে সোজা হাঁটা দিন। দেখবেন মাঠের ওপাশেই বাসন্তী, সরি বসন্ত অপেক্ষা করছে।
শব্দ ও উপমায় ভরপুর যৌবন। মনকাড়া একটি কবিতা লিখেছেন।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
সাইন বোর্ড বলেছেন: কিন্তু অামি তো বাসন্তীর কাছ থেকে একটা নিশ্চিৎ বসন্ত চেয়েছি, যা হবে টেকসই এবং কার্যকরী । কবিতার রস পুরোটাই নিতে পেরেছেন জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
মাত্র তো শীতের শুরু কিছুদিন পর এমনিতেই বসন্ত চলে আসবে!
কবিতা ভাল লেগেছে।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: বসন্ত সে আনুক আর না আনুক বছর ঘুরবে, বসন্ত আসবে - এটি প্রকৃতির খেলা, প্রকৃতি তার নিয়ম সে ভাঙ্গবে না ।