নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বোকা//
তুমি এখনো প্রত্যাশা করছো, ফুল অার চন্দন দিয়ে ধুয়ে দেবে তার মুখ; যাতে সে তোমাকে সহজেই বুকে টেনে নেয় । অবশ্য বরাবরই তুমি প্রত্যাশা করতে পছন্দ করো । অাগুনে ঘি ঢেলে যখন তোমার তা-এ সে পরোটা ভেজে নিয়েছিলো, তখনো তুমি প্রত্যাশা করেছিলে, এবার তোমাকে সুযোগ দেবে ভালোবাসার । কান ধরে এক ঠ্যাংগে দাঁড়িয়ে থাকা ছাত্রের মতো তোমাকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবেনা । অার দিনের বেলায় গুণতে হবেনা অাকাশের তারা । কিন্তু এবারও সেটা ভুল প্রমাণিত হলো ।
তোমার অার দেখছি সহজে হুশ হবেনা । সব সময় বানর হয়ে থাকবে অার হরিণের পেটের গুড়গুড়ি শুনে দৌড় দেবে বাঘের শিকার হতে ।
চতুর//
পাঁচ বছর অাগের লাটিমটা এখনো বেশ ভালো অাছে অামার । রশির মাপ, পায়ের দূরত্ব, হাতের নিক্ষেপ - এখনো পারফেক্ট ! মুষ্ঠি খুলে ছুড়ে দিলেই যে কারো মাথা ফুটা করে দিতে পারে, এছাড়া বনবন করে ঘুরেও ভালো । তারপরও কিছু প্রতিযোগী অামার সাথে খেলতে অাসছে; ঝিমধরা চোখে, চন্দ্র-সূর্যকে স্বাক্ষী রেখে, পদ্মা-যমুনায় ডুব মেরে ।
বলছে, ওরা নাকি অামার হাতের মারফতি জেনে গেছে । এখন তারাও নাকি অামার লাটিম ও মাথা ফুটা করে দিতে পারে । অামি অবশ্য এসবে ভয় করিনা । লাটিম গুরুর অাশীর্বাদ যতক্ষণ অামার সাথে অাছে ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: বোকাও ভালো না। চতুরও ভালো না।
ভালো হচ্ছে বুদ্ধিনাম।
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১
সাইন বোর্ড বলেছেন: টাইপিং মিসটেক না্কি ইচ্ছাকৃত ? বুদ্ধিনাম বলে কিছু নেই । ধন্যবাদ ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
হাবিব বলেছেন: সুন্দর ...............
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন---------------