নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
সংলাপ শেষ, তবু
মুলোটা ঝুলে অাছে কাঁধে
অার বায়ু-ত্যাগ ছাড়াই চারিদিকে বাড়ছে দূর্গন্ধ...
২.
বলছো, সিরাজের ঘুম ভাঙ্গানোর জন্য
দরকার কয়েক জন মীরজাফরের
কিন্তু পলাশীর প্রান্তরে সে যে অাবারও
বিশ্বাসঘাতকতা করবে না - তার গ্যারান্টি কি ?
৩.
কিছু ঘুঘু অাছে ভিটেচরা, তারা
সুযোগ পেলেই ভিটেমাটি খুঁটে খুঁটে খায়...
এখন তুমি যদি বাড়ি ছেড়ে পালিয়ে যাও
তাহলে কারো কিছু করার নেই ।
৪.বিশ্বাস করো, অামি মোটেই প্রতারক নই ।
কিন্তু তোমাকে ভালোবাসা দিতে গিয়ে
যদি অামার বৃন্দাবন বেদখল হয়ে যায়
তাহলে শ্যাম বাঁশি বাজাবে কোথায়, শুনি ?
৫.
অামার প্রথম এবং দ্বিতীয় বিয়ের পার্থক্য হলো-
প্রথম বিয়ের সময় সবাই ধরে নিয়েছিল,
২/৩ মাসের বেশি এই বিয়েটা টিকবে না
কিন্তু অামি পাঁচ বছর দিব্যি পার করে দিয়েছি । দ্বিতীয়
বিয়েতে যেটা অার কারোর মনে করার কোন অবকাশ নাই
এখন ভাবছি, প্রতি পাঁচ বছর পর পর একটা করে বিয়ে করব...
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
সাইন বোর্ড বলেছেন: কোন বাঁধায়'ই এখন অার বাঁধা না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: খারাপ না। তবে এতো পাত্রী পাবেন কই?
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
সাইন বোর্ড বলেছেন: ওটা জোগাড় হয়ে যাবে, যেভাবে অনেক কিছুই হয়ে যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
হাবিব বলেছেন: মূলা বহন করিতেই তো তাঁর সূচি বায়ু নির্গত হওয়ার উপক্রম। কখন সে খাবে?
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
সাইন বোর্ড বলেছেন: অনেকটা সেরকমই । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: ভাইয়া এটা দেখো
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
সাইন বোর্ড বলেছেন: দেখলাম, ভাল লেগেছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট।
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: ঠিক সময়ে ঠিক কথাটা কিছুতেই মাথায় আসে না আমার !
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
সাইন বোর্ড বলেছেন: চিন্তা করতে থাকুন, এক সময় চলে অাসবে । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাবলা গুলো সুন্দর । তবে প্রথম টা একটু গন্ধ আছে আর মুলা টাও দারুন । হাহাহাহা
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, একটু গন্ধ অাছে বৈকি, মুলা বলে কথা । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
নজসু বলেছেন:
৫ নং টায় ৫ এ ৫ এ জটিল হয়েছে।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, অামার নিজের কাছেও লেখাটা একটু ভিন্ন রকম মনে হয়েছে, ভাবনাটা হুট করেই মাথায় চলে এসেছিল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিন্তু অামি পাঁচ বছর দিব্যি পার করে দিয়েছি । দ্বিতীয়
বিয়েতে যেটা অার কারোর মনে করার কোন অবকাশ নাই
এখন ভাবছি, প্রতি পাঁচ বছর পর পর একটা করে বিয়ে করব...
...................................................................................... হা হা হা এত কিছুর পর বিয়েটা পাকা করতে চান ?
ওখানে ও বাধাঁ আছে ।