নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

হেমন্ত অাহারে !

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯


১.
তুমি জেনে রেখো, এই সব ঘুণপোকা থেকে
একদিন ঠিক ঠিক বের হয়ে অাসব অামি, তারপর
দামাল ছেলের মত অাবার দৌড়ে যাবো
হেমন্তের খেয়া নৌকার দিকে

যেখানে নতুন চরে জেগে উঠছে অপার সম্ভাবনা
অার কৃষকেরা জি'ই-এ রেখেছে তাদের বীজতলা
নতুন মৌসুমের অপেক্ষায়...

চাইলে তুমিও দেখে নিতে পারো
নদীর স্বচ্ছ জলের ভেতর, অারেক বাংলাদেশকে

২.
যারা ধান কাটে তারা নাকি সহজে মানুষ কাটতে পারেনা, কারন ধান কাটতে গিয়ে তাদেরও তো বার বার পচা শামুকে পা কাটে, কাস্তেতে হাত কাটে এবং অবশেষে গৃহস্থ্যের ধারালো ছুরি দ্বারা তাদের কপাল কাটে । এত কাটাকাটির পরও তারা কিছুতেই মানুষ কাটতে পারেনা । ওদের স্বভাবে এটা নেই বললেই চলে । তবে সুযোগ পেলে ধান মাড়াই-এর মত কাউকে কাউকে তারা মাড়াই করতে পারে । বলা যায় মাড়াই এর কাজটা বরাবরই তারা ভালো পারে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মনের কথা। বাংলাদেশের হৃদয়কে স্পর্শ করা।

অনেক ভাল।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

নজসু বলেছেন:



কৃষক যখন ধান ক্ষেতে ধান কাটে তখন তার
চোখে মুখে থাকে নতুন সুখের দিনের আহ্বান।

কবিতার পাদটীকায় যথার্থ বলেছেন।
কবিতাও ভালো লেগেছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সাইন বোর্ড বলেছেন: ফসল কাটা, মাড়াই করা, ঘরে তোলা - এগুলো অাসলেই অনেক অানন্দের । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন, ধান মাড়াই করতে দেখলে মন টা উধাস হয়ে যায়..........আগে গ্রামে গেলে দেখতে পেতাম এখন আর দেখি না। সব চাল কলে দিয়ে আসে..........।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সাইন বোর্ড বলেছেন: সম্ভবত এখনো কিছু কিছু অঞ্চলে সনাতন পদ্ধতিতেই ধান মাড়াই করে । সত্যিই এসব দৃশ্য মনে রাখার মত । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ১ নম্বর ,বেশ ভালো লিখেছেন প্রিয় সাইনবোর্ড ভাই। ২ নম্বরে , ধান কাটতে গিয়ে পচা শামুকে পা কাটার সঙ্গে সঙ্গে কাস্তেতে হাতও কাটে। যেটাকে বোধহয় আপনি এখানে কাচি বলে উল্লেখ করেছেন।

শুভকামনা জানবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি । অামাদের কুষ্টিয়ার কিছু অঞ্চলে কাস্তেকে কাচিও বলে । যাইহোক, কাস্তে যেহেতু বেশি প্রচলিত, তাই অাপনার কথা মত তাই করে দিলাম ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

বাকপ্রবাস বলেছেন: কবিতাটা খুব সুন্দর সুন্দর সুন্দর

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: জেনে অাপ্লুত হলাম, অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার কবিতা পড়লে আমারো লিখতে ইচ্ছে করে।

+

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: অাপনাকে অনুপ্রাণিত করতে পেরে দারুণ লাগছে অামার । অাপনি নিজেও অনেক ভাল লিখেন । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হেমন্ত!
বাংলার ঋতু পরিক্রমায় বসন্ত কে ঋতুরাজ বলা হলেও আমার মতে সেরা ঋতু হেমন্ত!!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: অামারও অসম্ভব প্রিয়, বিশেষ বন্যার পানি নেমে যাবার পর পলিপড়া মসৃণ মাটি, মুথা ঘাস; যার দিকে তাকালেই অনেক দিন বাঁচতে ইচ্ছে হয় । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের অনেক অঞ্চলে এখন ধান কাটা শুরু হওয়ার কথা!


কবিতায় প্লাস++

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, অারো প্রায় ১ সপ্তাহ অাগে ধান কাটা শুরু হয়েছে । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাকু হাসান বলেছেন:


বাহ খুব ভালোলাগছে। ছবরি সাথে কবিতা।আহারে হেমন্ত কাব্যিক অনুভূতি সৃষ্টিকারী নাম। :)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

ঢাবিয়ান বলেছেন: অসম্ভব সুন্দর কিছু কথা। যারা ধান কাটে, তারা কোন্দিন মানুষ মারতে পারে না। কারন তারাতো মানুষ্কে বাঁচিয়ে রাখে। মানুষ মারে যারা, তারা এই সমাজের সম্মানিত, সম্ভ্রান্ত ভদ্রলোক!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: সহমত পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আর মাত্র দুই দিন পর অগ্রাহায়ন আসছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

সাইন বোর্ড বলেছেন: ভুলে যাচ্ছেন কেন যে, অগ্রহায়নও হেমন্তের'ই মাস । ধন্যবাদ, শুভ রাত্রি ।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,




কবিতাটি ভালো হয়েছে ।

চাইলে তুমিও দেখে নিতে পারো
নদীর স্বচ্ছ জলের ভেতর, অারেক বাংলাদেশকে

চমৎকার দু'টি লাইন !

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি । অাপনি কি বাংলা কবিতায় লিখেন ?

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:



দারুন মিলেছে ।

আবার সময়ের সাথেও মিল আছে । মনে হচ্ছে বাংলাদেশে অবস্থান খুব সুক্ষ্ম ভাবে তুলে ধরা হয়েছে ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, সময়কে ধরার একটা প্রয়াস অামার সব সময়ই থাকে, এটাও তার ব্যতিক্রম নয় । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.