নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সম্ভবত তুমিও জানোনা হেলমেট এর বহুবিধ ব্যবহার;
শরীরে বিষফোড়া উঠার অাগে যেমন বোঝা যায় না
এটি কোন দিক দিয়ে বের হবে - এটা অনেকটা সেরকমই ।
তাই, শুধু মটর সাইকেলের ড্রাইভিং সিটে বসে
পিছনের অারোহীকে অারেকটি হেলমেট ধরিয়ে দিয়ে
বললে হবেনা যে - নে, এটি মাথায় পরে নে । তা না হলে
সামনে ট্রাফিক পুলিশে ধরে কেস দেওয়ার অাগে
ইশারাই জানিয়ে দেবে, নগদ হিসাবটা ।
অার এটাও যদি না জেনে থাকো; তবে হেলমেট মাথায়
যারা কিছু দেবদুত পিটিয়েছিল, তাদের কথা বলা বৃথা !
অথচ হেলমেট এর উপকারিতা এখন সর্বজন বিদীত, যেমন
হেলমেট পরে পুলিশের গাড়ীতে অাগুন দেওয়া যায়
গাড়ীর কাঁচ ভাঙ্গা যায়, ব্যাম্বো হাতে মহড়া দেওয়া যায়,
অাবার চুপি চুপি কারো মিছিলেও ঢুকে পড়া যায়;
বলতে পারো, হেলমেট এর ব্যবহার এখন রীতিমত অাশীর্বাদ !
বলছো, সাংবাদিকরা ছবি উঠাবে ? উঠাক...
হেলমেট মাথায় থাকলে সহজে কাউকে চেনা যায় না ।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সাইন বোর্ড বলেছেন: মশাকে হেলমেট পরালে সে যদি টাইগার হয়ে উঠতে পারে তাহলে অার সমস্য কোথায় ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮
ঢাবিয়ান বলেছেন: হেলমেটের এমন যাদুকরী ব্যবহারের আবিস্কারক কে জানতে মন চায়
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
সাইন বোর্ড বলেছেন: এত বড় বড় অাবিস্কারের মাঝে অামার কাছে এটা তো খুব ছোটই মনে হয় । অাবিস্কারকের অার কি অভাব অাছে ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
জ্ঞান পাগল বলেছেন: জটিল বলছেন
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
দিছেরে !!!!! দিছে !!!!!
আমি বাইক চালাই তাই হেলমেট পরি এখন তো দেখা যাচ্ছে অন্য ব্যবস্থা করতে হবে ।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
সাইন বোর্ড বলেছেন: সাবধান, সাথে ব্যাম্বাে রাখা যাবেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: সব সমস্যার এক সমস্যা
বিড়ালের গলায় ঘন্টা’টা বাঁধবে কে !
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
সাইন বোর্ড বলেছেন: বিড়ালই, তবে মীরজাফরি বিড়াল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: চিনলেও লাভ নাই।।
এই যে নব্য ধনীর সংখ্যা বেড়ে গেছে। কেউ কি খোজ নিয়েছে এরা কিভাবে হুট করে এত ধনী হয়ে গেল?
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
সাইন বোর্ড বলেছেন: কেউ খোঁজ নিতে গেলে, তখন অার শুধু হেলমেট বাহিনী নয়, হাতুড়ি বাহিনী নামিয়ে দেওয়া হবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হেলমেটের ব্যবহার যে হারে বাড়ছে, কিছুদিন পর নিসিদ্ধ করার প্রয়োজন পড়তে পারে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: সুবিধাভোগিরা জেনে-শুনে কেন এটা নিষিদ্ধ করবে ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। সুবিধাভোগীরা অনেক বড়বড় ইস্যুও জিইয়ে রাখে।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
নজসু বলেছেন:
নানা কাজের কাজী এই হেলমেট।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
সাইন বোর্ড বলেছেন: অথচ হেলমেটকে নাও বলা যাচ্ছেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জয়তু, বাংলাদেশী ক্যাডার গণ। এক সময় হকি স্টিকের বহুমুখী ব্যবহারও তোমরাই শিখিয়েছিলে। এখন হ্যালমেট। স্যালুট তোমাদের...
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
সাইন বোর্ড বলেছেন: হাতুড়ির ব্যবহারকেউ কিন্তু মোটেই উপরক্ষা করা যাবেনা, দারুণ কার্যকরী । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
হাবিব বলেছেন: হেলমেটই সমাধান......
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
সাইন বোর্ড বলেছেন: অাপাতত তাই মনে হচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
রাজনীতি বুঝি না .....
আমি ভাবছি অন্য কথা----
যদি মশাকে হেলমেট পড়ানো যেত
তাহলে রাতে বেলায় মশা কামড়াতো না।