নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বর্ষা মঙ্গল

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১


বন্যার পানি নেমে যাবার পর হঠাৎ মনে হলো -
শীঘ্রই অারেকটি বর্ষা চাই অামার, কারন
বদনার নলের ভেতর যেটুকু জল এখনো জমা অাছে
তা দিয়ে বড় জোর কয়েক জোড়া কাকের গোসল করা যায়
অথচ অামাকে ভাসাতে হবে ৩০০ পাল তোলা নৌকা

তাছাড়া মদন কুমারও সেজে বসে অাছে, মধুমালা অপেক্ষায়...
লগি-বৈঠা হাতে মাঝি-মাল্লারা প্রস্তুত । নদীতে জল নাই !

হে জলভরা মেঘ, হে বর্ষার দেবতা
হে পদ্মা মেঘনা যমুনা - অামাকে জল দাও
দু'কুল ছাপানো অারেকটি বর্ষা এনে দাও...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর। কবিতাটাও সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উস্কানির গন্ধ পাচ্ছি! এটা কি অপজিট পার্টির পোস্ট???

সামুর প্রথম পেজে একদিন বির্তক হোক। দেখি কে কত বড় রাজনীতিবিদ!!!:P


১৪কোটি লোক মুত্র বিসর্জন করলেই সব ভেসে যাবে....

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: এমনটা মনে হবার কারন কি ? কথায় কথায় অনেকেই দেখি ১৪ কোটির কথা বলে থাকে । ১৪ কোটি যে অাসলে কার-সেটা অাগে ভাবতে হবে । লেখার বক্তব্যের সাথে বাস্তবকে মেলানের চেষ্টা করবেন, অযথা চুলকানির কোন মানে হয় না । ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নদী বাস্তবতায় আম জনতার অসহায় আক্ষেপই যেন ঝড়ে পড়ছে - - -

আরেকটি বর্ষা বড় প্রয়োজন, স্থায়ী বর্ষা :)

+++

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, অারেকটি বর্ষা দরকার, যে বর্ষা একেবারে ২০৪০ এনে দেবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

নজসু বলেছেন:



ভরা শীতে বর্ষা পাবেন না কবি।
অপেক্ষা করতে হবে।
ভরা বর্ষায় নিশ্চয়ই পদ্মা মেঘনা দুকূল ছাপিয়ে যাবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সাইন বোর্ড বলেছেন: কিন্তু নৌকা চালাতে অামার যে জল দরকার, অনেক জল । ধন্যবাদ এবং শুখ কামনা রইল ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সুন্দর

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এবারের নির্বাচনে মলমের ব্যবসা করে কোটিপতি হমু...:D

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

সাইন বোর্ড বলেছেন: তৈল মর্দনের অভ্যাস থাকলে মলম মর্দন করতে সমস্যা কোথায় ? ব্যবসা করবেন, ভাল; মলম পার্টিতে যেন যোগ দিয়েন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.