নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভাবনা গুলো এলোমেলো-৬

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮


১.
তুমি এক পা বাড়িয়ে দিয়ে দেখতে পারো-
অামি তাতে পাড়া দিই কিনা,
তারপর না হয় চায়ের কাপে গরম পানি ঢালা যাবে

২.
বিখ্যাত এবং কুখ্যাত-দু'ভাবেই
মানুষ ইতিহাসে জায়গা করে নিতে পারে

৩.
তুই চাইলেই অামি ছুরিকাটা প্রেমিক হতে পারি,
সুঁইপোড়া অাগুনে ঝলশিয়ে
দু'হাতে লিখতে পারি তোর নাম

শুধু কালিগঙ্গার জলে
অারেকবার নাও ভাসাতে দে...

৪.
তোর পোশাকটা দেখলেই বেশ সাদা সাদা মনে হয়, যা
ওয়ানডেতে কিছুটা বেমানান লাগলেও
টেস্ট ক্রিকেটে কিন্তু দারুণ মানায়

ভাবছি, তোকে ফুটবল মাঠে নামিয়ে দিলে
দর্শক কেমন প্রতিক্রিয়া জানায়
- তা দেখতে


৫.
কিছু অসুখ অাছে, হাসপাতালে যেতেই হয়
গোপনে
কানমলা দিয়ে দিয়ে যদি কাজ না হয়
চোখে-মুখে রক্ত উঠে, তখন
লাল ঘরের পানিপড়া হয় হাসপাতালের দাওয়ায়


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
দারুণ!!
বিশেষ করে ছবিটা..........!!

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাতুড়ে লেখক বলেছেন: আপনার বাড়ি কি মানিকগঞ্জ? কোথায়?

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: না । ধন্যবাদ ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা অসাধারণ লাগলো । দারুন অর্থবহ । কবিতা ঠিক আছে ।

শুভকামনা প্রিয় ভাইকে ।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

হাবিব বলেছেন: ছবিটা বেশি ভালো লেগেছে.........

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

করুণাধারা বলেছেন: ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মানুষ কাজের মাধ্যমে বিখ্যাত হয়। সে হিটলার হতেও পারে আবার হতে পারে মুজিব। আবার আল্লামা ইকবাল। যা চাইবে। সব কর্মের গতিতে নির্ধারিত হবে

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল কথা বলেছেন, কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে । ধন্যবাদ ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কি মানুষকে বিরক্ত করার চেষ্টা করছেন? তা'হলে কিছুটা সফল হয়েছেন।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: চুলকানি কি সারা গায়ে ছড়িয়ে পড়েছে ? যদিও মানসিক চিকিৎসা'ই অাগে দরকার, অনেকেই জানেনা অসুখেরও বৈচিত্র থাকে, বয়সটা অাসলে কোন ব্যপার না, ঘাড়টা কেবল এক দিকে কাত হয়ে না থাকলেই হলো ।

..........ধন্যবাদ ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: অহংকারের সীমানার নীচে নেমে এবং উদারতার মহত্ত্বকে বাড়িয়ে দিয়ে আমাকে কি সে-অধিকার দেয়া যায় না ?

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সাইন বোর্ড বলেছেন: অবশ্যই, ধন্যবাদ ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশতো

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.