নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: পথে-প্রান্তরে

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

১। কুমড়োগাছ এখনো লতিয়ে উপরে উঠেনি, কিন্তু কিছু মানুষের দৃষ্টি বড় মারাত্বক, যে কোন সময় নজর দিতে পারে। তারপর সে করতে পারে কুমড়ো চুরির ফন্দি...

২। প্রযুক্তি মানুষের কায়িক শ্রমকে কিছুটা কমিয়ে দিলেও কৃষকের হাতের ছোঁয়ায় এখনো সোনালী ধানে হেসে ওঠে হেমন্ত...

৩। কচি সবুজ ধনে-পাতার মতোই সুন্দর এই মেয়েটির অভিমান একটু বেশিই। তাই দ্বিতীয় ছবিটি উঠানোর সময় সে মুখ ঢেকে ফেলেছিল ধনে- পাতা দিয়ে।

৪। রঙ করা এই খেলনা শো-পিছ-এ হয়ত ফুরিয়ে গেছে জীবনের অনেকটা সময়; তাতে বয়স্ক এই মানুষটি তার জীবনের রঙ কতখানি উজ্জ্বল করতে পেরেছেন, তা অবশ্য জানা হয়নি।

৫। শীতে পাতা ঝরবে-এটাই স্বাভাবিক। তাই বলে এত বড় বড় পাতা !

৬। দেখেই বোঝা যায়, দুজনের মধ্যে খুব ভাব আছে ।

৭। মোটা চাকার রিক্সসা, চালাতে কোন কায়িক শ্রম নেই, শুধু স্টিয়ারিং সোজা করে ধরে রাখলেই হয়।

৮। কাঁচা সিংগাড়া । এরপর গরম তেলে ভাজা হবে, হজম করতে পারলে ভাল, গ্যাস্ট্রিকের রোগীরা সাবধান !

৯। বটের ঝুড়ি, রাতের ছবি।

১০। বলটি ছুড়ে দেওয়ার আগে সম্ভবত দুজনের মধ্যে কিছু শলা পরামর্শ চলছে...

১১। ডোবা। নোংরা ও পঁচা পানি। কিন্তু উপরে জমে থাকা শেওলার রঙটা যদি একটু ভিন্ন রকম মনে হয়, তাহলে ছবি তুলতে ইচ্ছে হবেই।

১২। কলা বিক্রেতা। নিজে কলা না খেলেও সিগারেট যে খায়, সেটা দেখেই বোঝা যাচ্ছে।

১৩। কোন যাত্রীই হয়ত রিক্সসাওয়ালার কথা কখনো ভাবেনা । তাই, রিক্সসাওয়ালা নিজেই তার মাথার উপরের ছাদটি বানিয়ে নিয়েছে।

১৪। মেয়েটি টুলের উপর বসে বেশ আয়েশ করেই ফুসকা খাচ্ছিল। ভুলটা আসলে আমারই। কেন যে ছবি উঠাতে গেলাম !

১৫। এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য, যা কিনতে কাস্টমারকে দোকানে আসতেই হবে। তার আগে চাচা মিয়ার আয়েশী অপেক্ষা...

১৬। আমি কি আমার ছেলেবেলাকে খুজছি ? আর কতটা বালির স্তুপ পাড়ি দিলে খুঁজে পাবো অামার ছেলেবেলাকে কিংবা আমার এই আমিকে - কে জানে !

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক ভাল লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

কিরমানী লিটন বলেছেন: ছবির পরতে পরতে বাংলার অপরুপ সৌন্দর্য- মুগ্ধ ভালোলাগা ...

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

সাইন বোর্ড বলেছেন: অাপনার অনুভবও ছুঁয়ে গেলো অামাকে, ভাল থাকুন নিরন্তর ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

ব্লগার_সামুরা বলেছেন:
লাইকড....
১৬ নং ছবি, শৈশবের কথা মনে করে দিল।


২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর।


[অনুমতি ছাড়া কারো ছবি তোলা ঠিক না]

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সাইন বোর্ড বলেছেন: অামিও সেটা মনে করি এবং যাদের ছবি অামি উঠায় তার অনুমতিও নিই, কিন্তু অনুমতি নেওয়ার পর যে ছবিটা উঠায় সেটি প্রায় ক্ষেত্রেই অামার পছন্দ হয়না এবং পরে সেটি ডিলিট করে দিই; অার অনুমতি নেওয়ার অাগে যে ছবিটি উঠায় সেটি রেখে দিই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর ছবিগুলো

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: ক্যাপশনগুলো সুন্দর হয়েছে, সাথে ছবিগুলোও.....
+।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সত্যি দারুণ ছবিগুলো

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

করুণাধারা বলেছেন: ছবিগুলো সুন্দর। গ্রামের নাম দিলে ভালো হতো।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

সাইন বোর্ড বলেছেন: ছবিগুলো অাসলে অনেক দিনের সংগ্রহ এবং এর লোকেসনও অালাদা; যেমন বটের ঝুড়ির ছবিটা ঢাকা মোহাম্মদপুর খেলার মাঠের কাছে উঠানো । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

জাহিদ হাসান বলেছেন: প্রথম দুটি ছবি দেখে গ্রামের জন্য মনটা হু হু করে উঠল। এক বছর ধরে ঢাকার বাইরে কোথাও যাইনি। গ্রাম দেখতে খুব মনে চায়।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

সাইন বোর্ড বলেছেন: অাসলে যারা ছোট বেলায় গ্রামে বেড়ে উঠেছে তাদের গ্রামের প্রতি একটা টান সব সময়ই কাজ করে, অামি অবশ্য ঢাকা থেকে কিছু দূরে থাকি, তাই গ্রামকে কিছুটা হলেও ছুঁতে পারি । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:








ছবিগুলো দৈনন্দিন জীবনের কথা বলে.....
চমৎকার চিত্রায়ন। বেশ ভাল লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

সাইন বোর্ড বলেছেন: অাপনার অনুভব অামাকেও ছুঁয়ে গেল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ছবি দেখতে আমার সব সময় ভালো লাগে।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

সাইন বোর্ড বলেছেন: পছন্দ হলে অারো ভালো । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নজসু বলেছেন:



ছবি আর ক্যাপশন দুটোই মনোমুগ্ধকর।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.