নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পুকুর পাড়ে পথের ধারে

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩


পুকুর পাড়ে//

একটা খুঁটি । মাটির উপর খাড়া করে রেখে
উপরে শক্ত কিছু দিয়ে একটা বাড়ি দেওয়া হলো,
তাতে যতখানি পোঁতে । পুঁতলো

এখন চাইলেও কেউ অার বলতে পারবে না
গরুকে তুমি শক্ত করে বেঁধে রাখোনি; তবু
খুঁটি উপড়ে গরু যদি কারো ক্ষেতে যায়
তাতে তোমার কোন দোষ নাই

কারন, গরুকে তো তুমি বেঁধেই রেখেছিলে,
শুধু খুঁটিটাকে শক্ত করে পোঁতা হয়নি, এই যা ।

পথের ধারে//

বধির না হয়েও যে কানে কম শোনে
তার দু'চোখেও থাকে কাঠের চশমা,
তাকে যতই বলো, তোমার মাথায় ওটা কি ?
সে বলেই যাবে, অামি শেহালার হাটে যাচ্ছি...

কারন, হাটেই অাছে তার স্বপ্ন দোষের অষ্টধাতু
অার বাকীরা সব বেল তলার মফিজ-পাড়া...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারন, গরুকে তো তুমি বেঁধেই রেখেছিলে ।
.......................... খোঁড়া যুক্তি, ক্ষতি করলে তার ক্ষতি পূরন দিতে হয় ।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

সাইন বোর্ড বলেছেন: এর অন্য রকম অর্থ অাছে, একটু ভাবতে হবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁটি শক্ত করে না পুঁতলে উপড়িয়ে নিয়ে অন্যের খেত খাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সাইন বোর্ড বলেছেন: ঠিক তাই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: কবিতায় সমস্যা আছে।
কি সমসয়া সেটা আমি বলব না।
তবে লেখা পোষ্ট করার আগে একবার ভালো করে চোখ বুলিয়ে নিবেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

হাবিব বলেছেন: পড়লাম..........

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

সাইন বোর্ড বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.