নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মুক্তফ্রন্ট এবং একজন ভোটারের ভাবনা: রম্য

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২


বাড়িওয়ালাঃ খবরদার কেউ দরজা ঠক ঠক করলেও খুলবি না ।
কাজের মেয়েঃ তাহলে কি করুম ?
বাড়িওয়ালাঃ চুপচাপ বসে থাকবি ।
বাড়িওয়ালীঃ বসে থাকবে মানে ? আজ আমার ভাইয়ের বন্ধুর বড় ছেলে তার কয়েকজন বন্ধু নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে। আর তুমি বলছো কিনা গেট না খুলতে ? বুঝেছি, তুমি আসলে আমার পক্ষ্যের আত্মীয়দের এখনো সহ্য করতে পারোনা।

বাড়িওয়ালা বুঝতে পারলো, এরকম কড়া আদেশ দেওয়া তার ঠিক হয়নি। ৩৫ বছরে যে মহিলার সাথে সে কথায় পেরে উঠেনি, তার সাথে নতুন করে তর্কে যাওয়া মানে নিজের মাথায় গরম তেল ঢালা। তাই কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল। কিন্তু বাইরে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হওয়ায় সে আর বেশিক্ষণ বসে থাকতে পারলো না। মেজাজটা আবার বিগড়ে গেল। কাজের মেয়েটাকে ডাক দেওয়ার আগেই গিন্নী এসে অাবার হাজির হয়ে বলল, দেখলে তো, বলতে না বলতেই ওরা চলে এসেছে। যাও, তুমি নিজেই গিয়ে দরজাটা খুলে দাও।
- আচ্ছালামুআলাইকুম আংকেল, কেমন আছেন ?
- ভাল, কিছুক্ষণ আগে তোমাদের কথায়ই হচ্ছিল। তা, এসে গেছো যখন ভাল হয়েছে।

ওরা পাঁচজন একে অপরে একবার করে মুখ চাওয়া-চাওয়ি করে নিলো। তারপর, একজন আরেক জনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমরা এখানে আসব, এনারা জানলো কিভাবে?

বাড়িওয়ালী এতক্ষণ ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল, সে বুঝে উঠতে পারছেনা, এদের মধ্যে আসলে তার ভাইয়ের বন্ধুর ছেলে কে ? তাহলে এরা কি অন্য কেউ ?
ওদের মধ্যে থেকে বেশ নেতা গোছের একজন এগিয়ে এসে বলল, আংকেল আমরা মুক্তফ্রন্টের লোক । মুক্তফ্রন্ট থেকে এ আসনে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা আপনার দোয়াপ্রার্থী।

বাড়িওয়ালা প্রথমে কড়া চোখে একবার গিন্নীর দিকে তাকিয়ে নিলো তারপর স্বরটাকে কিছুটা নরম করে বলল, আমি তো এতদিন ঐক্যফ্রন্ট এবং পরে যুক্তফ্রন্টের কথা শুনেছি। মুক্তফ্রন্টের নাম তো এই প্রথম শুনলাম।

- আংকেল, আপনি ঠিকই শুনেছেন। আমরা আসলে আওয়ামিলীগ কিংবা বিএনপি কারোর সাথেই নেই, বলতে পারেন এই দুই দল থেকে সম্পূর্ণ মুক্ত। তাই, আমাদের ফ্রন্টের নাম দেওয়া হয়েছে মুক্তফ্রন্ট।
- বাহ, দারুণ নাম, আমার খুব পছন্দ হয়েছে। তোমরাই পারবে এ জাতিকে উদ্ধার করতে।
- আংকেল, আমাদের জন্যে দোয়া করবেন, এখন তাহলে আসি।
- ঠিক আছে, এসো।

ওরা চলে যাবার পর বাড়িওয়ালা গিন্নীর দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে রইল। তিনি ভেবে পাচ্ছেন না, এখন রাগটাকে কিভাবে প্রকাশ ঘটানো যায়। তবে শেষমেশ অনেকটা নরম সুরেই বলল, তোমার রান্না কি শেষ হয়েছে ?
- কোন কথা নেই।
- বুঝলে তো, কেন আমি দরজা খুলতে নিষেধ করেছিলাম ? ভোটের আগে ভিক্ষুকের চাপ বাড়বে । ছেঁড়া-ফাঁটা পোশাক পরা ভিক্ষুকের পাশা-পাশি অনেক দামী কোট-টাই পরা ভিক্ষুকও আসবে এবং এদের চাপ সহ্য করা কঠিন হবে। অতএব, পূর্বের আদেশই বহাল রইল, মানে বাইরে থেকে কেউ দরজা ঠক ঠক করলেও খোলা যাবেনা।
- গিন্নীর মুখে তখনো কোন কথা নেই।
এবার বাড়িওয়ালার বেশ গর্ববোধ হলো। ৩৫ বছর পর হলেও সে অন্তত: একটা নাতিদীর্ঘ ও যুক্তিপূর্ণ বক্তব্য দিতে পেরেছে। তার চেয়েও বড় কথা, গিন্নী তার কথার এখনো কোন প্রতিবাদ করেনি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

আমি ৎৎৎ বলেছেন: ভাল হয়েছে, ভাল থাকুন সবসময়।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ,অাপনিও ভাল থাকুন ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: বাড়ীওয়ালারাই ভালো থাকে।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
মুক্তফ্রন্ট নামটা দারুণ হয়েছে।।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সাইন বোর্ড বলেছেন: =p~

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেই দিন কি আছে রে ভাই ? এখন আর কেউ আসে না । নিজেরাই না আসার ব্যবস্থাটা কইরা নিছে

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, জাতি হয়ত অারেকটি তামাশা ভোট দেখার অপেক্ষা অাছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

পদ্মপুকুর বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেই দিন কি আছে রে ভাই ? এখন আর কেউ আসে না । নিজেরাই না আসার ব্যবস্থাটা কইরা নিছে ঠিকই বলেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সাইন বোর্ড বলেছেন: অামিও তাই মনে করি ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা প্রিয় সাইনবোর্ড ভাই ব্যাপক হয়েছে। আমিও মুক্তফ্রন্টের লোক ।

বেশ উপভোগ করলাম। পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা, ভাল থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.