নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

চলছে গাড়ী যাত্রাবাড়ি

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭


১.
পা দিয়ে পিঁপড়াকে পিষে ফেলার পর
জলের কাছে না গেলেও চলে

জল কি অার ধুয়ে দেবে পা ?

তাই বলছি, পিঁপড়া তুই গর্তে ঢুকে যা, কারন
তোর রক্ত কারো পায়ে লাগেনা ।

২.
ভাংগা হাড়ি উপস্থিত না থেকেও
বাটি চালানে ফাঁস করে দিলো -
মাড়াই কলের সাথে ভরা কলসীর গোপন বৈঠক

যখন পাতকুয়োর জলেও পরিষ্কার অাকাশ দেখা যায়...

৩.
এবারের শীতেও নাকি কোন অতিথি পাখি অাসবেনা
তাই, নতুন করে ভাইরাস ছড়ানোর অাতংকও কম

তবে দেশী পাখি যদি কোন ভাইরাস না ছড়ায়
তাহলে অাপাতত কোন ফাঁদ পাতার দরকার নাই ।

৪.
যে কসাই ছাগল এবং মানুষ
দুটোকেই জবেহ করতে পারে; কেবল সে'ই জানে
বিচারের অাগে রায় কি হবে ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

সাইন বোর্ড বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

আব্দুল্লহ আল মামুন বলেছেন: পড়লাম, কিছু বুঝলাম, কিছু বোঝার জন্য খুঁজলাম।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

সাইন বোর্ড বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
এর চেয়ে ভালো কবিতা আপনার পড়েছি।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

সাইন বোর্ড বলেছেন: এটা অামার নিজস্ব স্টাইল, প্রকাশের ধরণটা নতুন মনে হওয়ার কারনে অাপনার এরকম লাগতে পারে । কবিতার ক্ষেত্রে প্রকাশে সব সময়ই অামি নতুনত্ব অানার চেষ্টা করি । অার ভাবনাতে সময়কে ধরার একটা প্রয়াস তো থাকেই । ধন্যবাদ ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

ফোয়ারা বলেছেন:

আমার আজকের পোস্ট রিমাদের জীবন পড়ার অনুরোধ।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

সাইন বোর্ড বলেছেন: অাপনার গল্পটি পড়ে অাসলাম এবং মন্তব্যও রেখেছি । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

ঢাবিয়ান বলেছেন: অর্থটা ঠিক ধরতে পারলাম না ।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

সাইন বোর্ড বলেছেন: সব গুলোই সাম্প্রতিক বিষয়ের উপর লেখা, অামার তো মনে হয় অাপনার ধরতে পারার কথা । অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

সমালোচক মন্তব্যকারী বলেছেন: Indian bus

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সাইন বোর্ড বলেছেন: ছবিটা জাস্ট শিরোনামের সাথে মিল রেখে দেওয়া হয়েছে, এর বেশি কিছু না । ধন্যবাদ ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

কিরমানী লিটন বলেছেন: নতুনত্বের স্বাদ পেলাম- কিছুটা দুর্বোধ্য, শুভকামনা জানবেন..।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা অাপনাকেও ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো অন্যরকম।
নতুন লাগে।

++++

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সাইন বোর্ড বলেছেন: সময়ের সাথে সাথে কবিতায়ও পরিবর্তন অাসবে এবং অাসাটাই স্বাভাবিক বলে অামি মনে করি । এই ব্যস্ত সময়ের মধ্যেও যারা কিছুটা হলেও কবিতার চর্চা করে যাচ্ছে, তাদের বুঝতে হবে যে রবীন্দ্র-নজরুল কিংবা জীবনানন্দ তাঁদের সমসাময়িক যুগে তাঁরা অাধুনিক ছিল, এখনো যদি ঐ স্টাইলে কেউ কবিতা লিখে বলে, এটাই অাধুনিক কবিতা, তাহলে তো হবেনা । তাইবলে বলছিনা যে অামি নিজে খুব ভাল লিখি, তবে প্রকাশে কিছু ভিন্নতা অানার যে চেষ্টা করি - এটা ঠিক । অার তা যে কতখানি কবিতা হয়ে উঠে, ঠিক জানিনা । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.