নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমার খোলা চুল বাতাসে উড়ে
মুখটা ঢেকে দিয়েছে ঝিনুক । অার
অামি সম্ভবত খোলসের মধ্যে অাটকা পড়েছি,
অথচ, একটিও মুক্তা খুঁজে পাচ্ছিনা সেখানে; শুধু পাথর
এভাবে মুক্তার পরিবর্তে
প্রতিদিনই একটা একটা করে পাথর জমা করছি অামি...
বলতে পারো অামার বুকে, পিঠে এখন অনেক পাথর,
তবুও তোমার অভিযোগ, অামি নাকি সহজ কথাটাও
সহজ করে বলতে পারিনা । সব দূর্বোধ্য
অথচ, কী করে যে বোঝায়, তুমি জটিল হলে
অামিও যে পড়তে পারিনা তোমায়
তখন, অামার কবিতারাও ক্রমশ দূর্বোধ্য হয়ে যায়...
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, কবি না হয়েও কিছু ইমোশনকে ধারণ করার চেষ্টা মাত্র, সেটা কারো জীবনের সাথে মিলেও যেতে পারে । ব্যক্তিজীবনে অামি অনেকটাই সুখী মানুষ বলতে পারেন । ভাল থাকুন নিরন্তর ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: দারুন।
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
নাজমুল হক সাগর বলেছেন: সেই রকম হইছে।
২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
ল বলেছেন: অসাধারণ প্রকাশ
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: না না না এতটা দুর্বোধ্য কাম্য নয়। সহজ সরল জীবনই কাম্য। নিজেদের মধ্যে আরও বেশি বোঝাপড়া দরকার । কেটে যাক মনের ভেদাভেদ, একটির মধ্যে আরেকটি মন।