নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
তিনটা স্টেপ, করাত-কাটা ফাঁদ
বলছো, পাখি এসে জালে অাটকাবেই
তারপর অাবার অাকাশটাকে ভরে রাখব পকেটে...
২.
তোমার ঘুলঘুলি চোখ
কোনদিনই অাকাশ দেখতে পাবে না
জিন্দা পীরের কাছে গিয়ে যতই মুরিদ হও...
৩.
এখনো তালতলার দীঘির জলে
দেখাতে পারি কামরূপ-কামাখ্যা
জাদু না জেনে বিচার বসাতে এসোনা
৪.
দাদুর চোখও ত্রিশ বছর ভেজা ছিল
দাদীর কবরের কাছে কেঁদে কেঁদে;
তারপর তেত্রিশ বছর কেটে গেছে
কেউ কথা রাখেনি
এখন ৩০ দিয়ে তুমি অাবার কি বোঝাতে চাচ্ছো ?
সব নদীর জল কিন্তু এখনো শুকিয়ে যায় নি ।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
নজসু বলেছেন:
@ফাহিম ভাই, ৪ নং এ জসীম উদদীনের সাথে সুনীলও মিশে আছেন।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
সাইন বোর্ড বলেছেন: You are correct, thanks for your coment.
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫
নজসু বলেছেন:
প্রিয়, আপনার লেখাগুলো পাঠ করে আমি কেন জানি কিছু বলতে পারিনা।
আমাকে যেন মন্ত্রমুগ্ধ করে রাখে।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: হয়ত এটাই অামার সার্থকতা । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
ঋতো আহমেদ বলেছেন: সবগুলোই ভালো লেগেছে। ++
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি, শুভ রাত্রি ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০
হাবিব বলেছেন: ভালো লেগেছে.........
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০
তারেক ফাহিম বলেছেন: ৪ নাম্বারটি সম্ভবত জসিম উদ্দিনের কবর থেকে নেয়া।
২ ও ৩ নং সম্ভবত কুসংস্কার নিয়ে।
১ নাম্বারটি ভালো করে বুঝিনি।